ইদানিং মুসকান বেবি (Muskan Baby) সারা ভারত জুড়ে রাগনী তথা হরিয়ানভি নৃত্যের শো করে বেড়াচ্ছেন। খোলা মঞ্চ, কর্পোরেট শো বাদ যাচ্ছে না কিছুই। মোটা অঙ্কের টাকার বিনিময়ে শো করেন মুসকান। সবসময় সোলো ডান্স করেন না তিনি। কখনও তাঁর সাথে থাকেন সুনীতা বেবি (Sunita Baby)। কখনও বা থাকেন আরতি ভোরিয়া (Arti Bhoriya)। আরতি অবশ্য মুসকানের তুলনায় খ্যাত নন।
2023 সালের 25 শে ডিসেম্বর ‘সোনোটেক রাগনী’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল মুসকান ও আরতির একটি ডুয়েট ডান্স পারফরম্যান্সের ভিডিও। লোকসঙ্গীত শিল্পী রাজ মেওয়ার (Raj Mewar)-এর গাওয়া গান ‘তেরি নাচাই নাচু সু’-র সাথে ডান্স পারফরম্যান্স করেছেন আরতি ও মুসকান। তাঁদের এই ভিডিওটির ভিউ এখনও অবধি সাড়ে বাইশ হাজার অতিক্রম করেছে। আরতির পরনে রয়েছে লাল রঙের পাতিয়ালা সালোয়ার-কামিজ। কামিজ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। এটি যথেষ্ট টাইট ফিটিং। কামিজের নেকলাইন সামান্য ডিপ। মুসকান পরেছেন পিচ রঙের সালোয়ার-কামিজ ও সবুজ ওড়না। কামিজ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। এই কামিজটিও যথেষ্ট টাইট ফিটিং ও নেকলাইন যথেষ্ট ডিপ।
আরতি ঘোমটায় মুখ ঢেকে নাচ শুরু করেন। তবে মুসকান তাঁর মুখ ঘোমটায় আবৃত করেননি। ঠুমকার মাধ্যমে নাচ শুরু করেন তাঁরা। এরপর আরতি মঞ্চের একপাশে রাগনী নৃত্যশৈলী অনুসরণ করে নাচ করলেও মুসকানকে দেখা যায় মঞ্চে উঠে আসা পুরুষ দর্শকদের সাথে নাচতে। পুরুষরা মুসকানের হাতে কিছু অর্থ গুঁজে দেন। ক্রমশ নাচ হয়ে ওঠে যৌনত্তেজক। বাদ যায় না বুটি ডান্স। এইভাবেই একসময় শেষ হয় মুসকান ও আরতির নাচ।