করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে ১ কোটি ক্ষতিপূরণের ঘোষণা দিল্লি সরকারের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার জানিয়েছেন, তার সরকার করোনা ভাইরাসের সংক্রমণে যেসমস্ত স্বাস্থ্য কর্মী মারা যাবে তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে। করোন ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় কেজরিওয়াল বলেন,’ যদি কোনও ডাক্তার, নার্স, হাসপাতাল স্যানিটেশন কর্মী, ল্যাব টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হন এবং মারা যান, তবে দিল্লি সরকার তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে।’
কেজরিওয়াল আরও বলেন, ‘অন্যান্য ব্যক্তিরাও যারা এই দুঃসময়ে তাদের জীবনের কথা না ভেবে তাদের দায়িত্ব পালন করছেন তাদের মধ্যেও কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাঁর পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে। পুলিশ, প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, শিক্ষক সহ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দেখাশোনা করছেন যারা তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম চালু থাকবে।’ দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেছেন, গত তিন দিনে দিল্লিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে এবং আগামীদিনে আরও কমবে বলেই আশাবাদী তারা।
কেজরিওয়াল জানিয়েছেন যে, শুক্রবার পরীক্ষা করা ২২৭৪ টি নমুনার মধ্যে মাত্র ৬৭ টি করোনা ভাইরাস পজিটিভ কেস পাওয়া গেছে। করোনা হটস্পট ঘোষিত হওয়া এলাকা গুলোয় বসবাসকারী মানুষদের লকডাউন মেনে চলার অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল। দিল্লিতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের পজিটিভ কেস ধরা পড়েছে ১,৭০৭ টি যার মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে।