Today Trending Newsদেশনিউজ

যারা ভারত ভাঙতে চান, তাদের সমর্থন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বললেন বিজেপি নেতা

Advertisement

সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডা অভিযোগ করেন যে, ‘যারা ভারত ভাঙতে চান তাদের সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।’ নাড্ডা আরও বলেন যে, দিল্লির কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকার পুলিশকে মামলা পরিচালনার অনুমতি দেয়নি। রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার সহ বেশ কয়েকজন ছাত্র নেতা।

‘কানহাইয়া কুমার, উমর খালিদ এবং অন্যান্য ছাত্র নেতাদের ভারত বিরোধী বাহিনী জেএনইউতে ‘ভারত তেরে টুকরে হোঙ্গে” এর মতো রাষ্ট্রদ্রোহাত্মক শ্লোগান তুলেছিল। তারা ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘনের হুমকি দিচ্ছিল। আইন প্রয়োগকারী সংস্থাগুলি বিষয়টির তদন্ত করে ২০১৯ সালের জানুয়ারী মাসে মামলা করার প্রস্তুতি নিয়েছিল।’ টুইট করে জানান জে পি নাড্ডা।

আরও পড়ুন : গেরুয়া শিবিরে খুশির খবর, দেশজুড়ে মোদীর জনপ্রিয়তা প্রথম

“তারা (পুলিশ) এই ‘টুকডে টুকডে’ গ্যাংয়ের বিচারের জন্য কেজরিওয়ালের অনুমতি চেয়েছিল তবে এক বছর পরে, গতকাল পর্যন্ত কোনও অনুমতিই মঞ্জুর হয়নি। কেজরিওয়ালকে অবশ্যই দিল্লিকে বলতে হবে যে তিনি ভারতকে ভাঙতে চান তাদের কেন সমর্থন করছেন? কারণ কি এইসবের বিরুদ্ধে কাজ করা হয়েছে? দেশবিরোধীরা তার ভোট ব্যাংকে ক্ষতিগ্রস্থ করবে।’ টুইটারে লেখেন তিনি।

Related Articles

Back to top button