লকডাউনের ফলে উত্তর ভারতে দূষণের মাত্রা গত ২০ বছরে সবচেয়ে কম, জানালো নাসা
উত্তর ভারতে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কম দূষণ এখন, এমনটাই জানালো নাসা। নাসার স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশনের বিজ্ঞানী পবন গুপ্ত জানাচ্ছেন, “লকডাউনের পর উত্তর ভারতে দূষণের মাত্রা কমবে আমরা জানতাম। কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছর দূষণের মাত্রা অনেকটাই কমেছে।
লকডাউন শুরু হওয়ার কিছুদিন পর বোঝা যায়নি, কিন্তু ২৭শে মার্চ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার পরেই আকাশ পরিষ্কার হয়ে যায়। তখনই দূষণের মাত্রা এতটা কমার বিষয়টি নজরে আসে। উত্তর ভারতের বাতাসে ধুলিকনা এই মুহূর্তে গত ২০ বছরে সবচেয়ে কম।”
প্রতি বছর বসন্তে নাসা এই উপগ্রহ চিত্র তোলে। সেখান থেকেই দূষণের এই বিষয়টি সামনে এসেছে। নাসার অ্যাকটিং অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যালিস জি ওয়েলস বলেছেন, “লকডাউন দেখিয়ে দিল সব দেশ একসাথে পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করলে আমরা একটি সুন্দর পৃথিবী দেখতে পাবো।
তাই লকডাউন উঠে গেলেও সব দেশের এই বিষয়টি মাথায় রাখা উচিত।” করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউন জারি হওয়ার পর থেকে বন্ধ কলকারখানা, গাড়ি চলাচল। ফলে স্বাভাবিক ভাবেই দূষণের মাত্রা কমেছে অনেকটাই। সেই চিত্রই ধরা পড়েছে নাসার উপগ্রহ চিত্রে।