Today Trending Newsদেশনিউজ

যত খুশি বিরোধিতা করুন, পিছু হাটবে না মোদী সরকার

Advertisement

বিরোধীরা সরকারকে যত খুশি কোনঠাসা করার চেষ্টা করুক না কেন, দেশে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করতে দৃঢ় সংকল্প বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার। পশ্চিম দিল্লির ভান্ডারা পার্কে দাঁড়িয়ে মঙ্গলবার এমনই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে আবারও উত্তাল হলো দিল্লির কিছু অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ‘আমি বিরোধীদের বলতে চাই যত খুশি রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু নরেন্দ্র মোদীর দৃঢ় সংকল্প এতদিন ধরে বঞ্চনার শিকার হওয়া মানুষদের তাদের অধিকার ফিরিয়ে দিতে এবং এটা আমরা নিশ্চিত করবো।’ একইসঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের পরিবর্তন নিয়ে বিক্ষোভরত দিল্লির সীলমপুর এলাকার মানুষদের প্রতিও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : অযোধ্যায় রামমন্দির নির্মানের ট্রাস্টে কোন বিজেপির প্রতিনিধি থাকবে না : অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য দেশ জুড়ে এই বিক্ষোভের দায় কংগ্রেসের উপর চাপিয়েছেন। ঝাড়খণ্ডের বিধাননগর এলাকায় এক নির্বাচনী সভায় এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, ‘কংগ্রেস কি সমস্ত পাকিস্তানীকে নাগরিকত্ব দিতে চাইছে? হিম্মত থাকলে তা ঘোষণা করুক ওরা।’

Related Articles

Back to top button