কলকাতানিউজরাজ্য

লকডাউন পালনে শীর্ষে কলকাতা, সমীক্ষায় উঠে এল দারুন তথ্য

Advertisement

সর্বভারতীয় সমীক্ষা সংস্থার রিপোর্টে উঠে এল এক তথ্য। দেশের বড় বড় শহর গুলিকে পিছনে ফেলে লক ডাউন পালনে সবার শীর্ষে স্থান অধিকার করেছে প্রানের শহর কলকাতা। ওই সংস্থা জানিয়েছে, তাঁরা দেশে একটি সমীক্ষা চালায়, যার নাম করোনা ভাইরাস কনজিউমার ইনসাইটস ২০২০। এই সমীক্ষার ফলে জানা গিয়েছে, দেশে লক ডাউন পালনে ১৬ টি বড় শহরের মধ্যে সবার শীর্ষস্থান অধিকার করেছে কলকাতা। এরপরে রয়েছে, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি, আহমেদাবাদ, কোচি এই শহরগুলি।

তবে এর আগে অনেক বিরোধী দল বক্তব্য তুলেছিল লক ডাউন প্রসঙ্গে। তাঁদের দাবী ছিল কলকাতায় লক ডাউন পালন হচ্ছে না। এছাড়া কেন্দ্রের থেকেও আসে এই একই চিঠি। যার ফলে চাপানউতোর চলে বেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চিঠির মাধ্যমে রাজ্যকে আরও জানিয়েছে, কলকাতার খিদিরপুর, রাজাবাজার ও মেটিয়াবুরুজেও লক ডাউন পালন হচ্ছে না। যদিও এই সমীক্ষার পর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাই দেশের বড় বড় শহরের থেকে সবার শীর্ষে রয়েছে লক ডাউন পালনে। আর এই সমীক্ষাই বিরোধীদের জবাব দেওয়ার জন্য উপযুক্ত অস্ত্র বলে মনে করছে অনেকে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চিন্তা না করে সমাজকে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে প্রায় রাস্তায় নামছেন। হাতে চক নিয়ে রাস্তায় সার্কেল করে সামাজিক দূরত্ব সম্পর্কে সচেতন করছেন। যদিও মুখ্যমন্ত্রীর পথে নামা প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য উঠে আসে। সেসবের তোয়াক্কা না করেই মুখ্যমন্ত্রী নিজের কাজে বহাল রয়েছেন। আর এরপরই সমীক্ষায় জানা গিয়েছে লক ডাউন সফল করতে কলকাতা সবার শীর্ষে।

Related Articles

Back to top button