এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনয় জগতে পা রাখেন এশা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এশা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মডেল হিসেবেও তিনি যথেষ্ট পরিচিত।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’। আগেই সেই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি পেতেই শোরগোল অনুরাগীমহলে। আসন্ন এই ওয়েব সিরিজের ট্রেলার দেখেই স্পষ্ট হয়েছে ‘আশ্রম ৩’এর এই সিজন জোরদার চমক নিয়ে হাজির হতে চলেছে। এই সিজনের মূল আকর্ষণ এশা গুপ্তা। পাশাপাশি বাবা নিরালাও যে বেশ শক্তিশালী চরিত্র হিসেবে ফিরতে চলেছেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই। আশ্রমের মধ্যেকার কূটনীতি আরও জোরালোভাবে ধরা দেবে এই সিজনে।
বাবা নিরালার চরিত্রে বাকি দুটো সিজনের মতোই দেখা মিলবে ববি দেওলের। এই চরিত্রে অভিনয় করে আলাদাভাবে দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয় হয়েছেন অভিনেতাও। তিনিও যে এই সিজন নিয়ে বেশ উচ্ছ্বসিত, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই সিজনে বেশ সাহসী দৃশ্যেই দেখা মিলবে এশা গুপ্তার। আগামী ৩’রা জুন এমএক্স প্লেয়ারে মুক্তি পেতে চলেছে ‘আশ্রম ৩’। অপেক্ষায় অনুরাগীরা।
পর্দার সামনের এক সাহসী অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি নিজের ফিটনেস নিয়েও ভীষণভাবে সচেতন। অবশ্য তিনি যে ফিটনেস নিয়ে সচেতন, তা তাকে দেখলেই বোঝা যায়। সম্প্রতি নিজের ফিটনেস ফ্রিক হওয়ার নমুনা আবারো নিজের ভক্তদের সাথে শেয়ার করে নিলেন অভিনেত্রী নিজেই। ভাইরাল হওয়া ভিডিওতে নিজের ট্রেনারের সাথে জিমে কঠোর পরিশ্রম করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজেকে মেন্টেন করার জন্য যে তাকে অনেক কাঠ-খড় পোড়াতে হয়, তা আবারো প্রমাণ হয়ে গেল। সম্প্রতি এই ভিডিও দেখে নিজেদের প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরা। পাশাপাশি তার টোনড বডি দেখে মুগ্ধ নেটনাগরিকদের একাংশও। রইল সেই ভিডিও।
Ruby Rose has launched a blistering public attack on Sydney Sweeney following the box office…
Florence Pugh has revealed that her emotionally intense performance in the 2019 horror film Midsommar…
Fans of The Golden Bachelor were left stunned during the Season 2 finale when contestant…
Tory Lanez has officially lost his appeal in the Megan Thee Stallion shooting case. A…
LeBron James has taken a major step toward returning to NBA action. The Los Angeles…
Comedy legend Eddie Murphy has shared a rare insight into his personal philosophy during a…