Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারত যাবে না পাকিস্তানে, এশিয়া কাপ সরানো হল দুবাইয়ে

বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম তিনটি শক্তিধর দেশের মধ্যে ভারত একটি। একটি বহুদেশীয় টুর্নামেন্ট থেকে ভারতের মতো একটি দেশ নাম প্রত্যাহার করে নেবে বলায় বিতর্ক শুরু হয়ে গিয়েছিলো গোটা বিশ্বে। এবারের…

Avatar

বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম তিনটি শক্তিধর দেশের মধ্যে ভারত একটি। একটি বহুদেশীয় টুর্নামেন্ট থেকে ভারতের মতো একটি দেশ নাম প্রত্যাহার করে নেবে বলায় বিতর্ক শুরু হয়ে গিয়েছিলো গোটা বিশ্বে। এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান‌। চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে হওয়ার জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।

বহু বছর পর পাকিস্তানের মাটিতে আবার ক্রিকেট ফিরেছে। একটি বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজনের আশায় বুক বাঁধছিল তারা কিন্তু বাদ সাধে ভারত। পাকিস্তানের মাটিতে কোনোভাবেই ক্রিকেট খেলতে যাবে না বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরই পাক ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান হুমকি দেন যে ভারত পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে না আসলে পরের বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান। যদিও ওয়াসিম খান পরে জানান যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : IPL শুরুর আগে জোড় জল্পনা, ফের সংঘাত শাহরুখ-সৌরভ

ভারত জানায় কোন নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ আয়োজন হলে তাদের যেতে কোনো আপত্তি নেই। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি) এর বৈঠকে ঠিক হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজিত হবে। পাকিস্তান এতে রাজি হয়েছে এবং ভারতেরও কোন আপত্তি নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। ২০১৮ সালে ভারত এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল। পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা পাওয়ার সমস্যা হবে বলে সেবারও তারা নিরপেক্ষ ভেন্যু হিসাবে দুবাইতে এশিয়া কাপের আয়োজন করেছিলো।

About Author