এশিয়া একাদশে ১৫ জনের দল ঘোষণা, দলে আছে এই তারকা ক্রিকেটার
বাংলাদেশের জাতির জনক ও দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি এই ম্যাচ দুটিকে অফিসিয়াল স্ট্যাটাস দিয়েছে অর্থাৎ ম্যাচ দুটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হবে। ১৮ ই মার্চ ও ২১ শে মার্চ ম্যাচ দুটি হবে এশীয় একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে।
ঢাকার বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়াম(পূর্বতন নাম শের-ই-বাংলা স্টেডিয়াম) এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচের জন্য এশীয় একাদশের খেলোয়াড় তালিকা আজ প্রকাশ্যে চলে এল। ভারত থেকে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, মহম্মদ শামি ও কুলদীপ যাদব এই পাঁচ জনের নাম এশীয় একাদশের হয়ে খেলার জন্য পাঠানো হয়েছে। তবে এশীয় একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে প্রথম ম্যাচে বিরাট কোহলিকে পাওয়া যাবে না।
আরও পড়ুন : প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারল ভারত, দেখুন ভারতের র্যাঙ্কিং কত নম্বরে
১৮ ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেনে তৃতীয় ও সিরিজের অন্তিম একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই জন্য ঢাকায় প্রথম ম্যাচে বিরাটের পরিবর্তে খেলবেন কে এল রাহুল। এর পাশাপাশি বিশ্ব একাদশ দলে খেলতে দেখা যাবে ক্রিস গেইল, রস টেলর, কায়রন পোলার্ড, ফাফ দু প্লেসির মতো তারকাদের। বিশ্ব একাদশ দলকে নেতৃত্ব দেবেন দু প্লেসি এবং কোচের ভূমিকায় থাকবেন টম মুডি।
এশীয় একাদশ দল : কে এল রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাস, ঋষভ পন্ত, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিছেনি, লাসিথ মালিঙ্গা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিবুর রহমান।
বিশ্ব একাদশ দল : ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, ফাফ দু প্লেসি, নিকোলাস পূরন, রস টেলর, জনি বেয়ারস্টো, কাইরন পোলার্ড, আদিল রশিদ, শেল্ডন কট্রেল, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাক্ল্যেনাঘন।