যুব এশিয়া কাপের ফাইনালে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ৩২.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মহা চাপে পড়ে বাংলাদেশ। ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ পরাজয়ের ক্ষণ গুনতে থাকে।
সেখান থেকে অবশ্য তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানের ব্যাট আশা দেখায়। দুজনের ২৩ রানের জুটিটাই মনে হচ্ছিল বিশাল। তবে দল জয় থেকে ৬ রান দূরে থাকতে ফিরতে হয় সাকিবকে। ৩৩ ওভারে যাকে নিজের চতুর্থ শিকার বানান বাঁহাতি স্পিনার অথর্ব আনকোলেকার। তিন বলের ব্যবধানে শাহিন আলমকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস ১০১ রানে থামিয়ে দেন আনকোলেকার।
পূরণ করেন নিজের ৫ উইকেট ভাঙেন বাংলাদেশের শিরোপার স্বপ্ন। টুর্নামেন্টের ৩০ বছরের ইতিহাসে বাংলাদেশ এই প্রথম ফাইনালে পা রেখেছিল। আর ভারত ছিল আগের সাত আসরে ছয়বারই চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই ফেভারিট ছিল ভারতই। ফেভারিট দের মতোই টুর্নামেন্ট এর শুরু থেকেই নিজেদের দাপট বজায় রেখে জয় ছিনিয়ে আনলো ভারতীয় যুবদল। এর পাশাপাশি নিজেদের প্রমাণ করার মঞ্চে বিশ্ব বাসীর সামনে জানান দিয়ে গেলো ভবিষ্যৎ এর ভারত কতোটা শক্তিশালী হতে চলেছে।