Money Making Tips: এই উপায়ে প্রতি মাসে ১৬০০০ টাকা আয় সম্ভব, জেনে নিন কীভাবে
এক চাষী এখন মাসে ১৬ হাজার টাকা করে লাভ করছেন। কোনো চাকরিও করতে হচ্ছে না।
এখন টাকা কমানোর অনেক উপায় হয়েছে। একটু বুদ্ধি খরচ করলেই মাস গেলে ভালো টাকা আয় করা যায়। উত্তর দিনাজপুরের এক চাষী এখন মাসে ১৬ হাজার টাকা করে লাভ করছেন। এখনকার বাজারে এই টাকাটাও কম নয়। নিত্যানন্দ বর্মন নামের এই চাষী নিজের দমে এই আয় করছেন। এর জন্য তাঁকে কোনো চাকরিও করতে হচ্ছে না।
এক ধরণের বিশেষ লংকা চাষ করে দ্রুত দেখেছেন লাভের মুখ
ব্যবসা করে রাতারাতি নিজের দরকারী টাকা আয় করার পথ বেছে নিয়েছেন। নিত্যানন্দ বর্মন কীভাবে সম্ভব করলেন এই কাজ? উনি চাষের কাজে মন দিয়েছেন। এক ধরণের বিশেষ লংকা চাষ করে দ্রুত দেখেছেন লাভের মুখ। নিত্যানন্দ আসামে গিয়েছিলেন। সেখানে এক ধরণের লংকা পাওয়া যায়। ওই লংকা নিয়ে আসে এখানে। শুরু করে দেন চাষ। দেখতে দেখতে ফলন, সেখান থেকে মুনাফা।
৮০ টাকা কেজি দরে বিক্রি
নিত্যানন্দ বর্মন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বাজারে বর্তমানে এই লঙ্কা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দশ কাঠা জমিতে চালাচ্ছেন এই বিশেষ ধরণের লঙ্কা চাষ। অন্যান্য লঙ্কার থেকে সামান্য ছোট নিত্যানন্দ বর্মনের চাষ করা লংকা। এগুলো বলা হচ্ছে মাইক্রো লংকা। নিজের বাড়িতে এক বিঘা জমিতেই বর্তমানে এই লঙ্কা চাষ করছেন উত্তর দিনাজপুর জেলার যোগীপুকুরের এই বাসিন্দা। আসাম থেকে লঙ্কার বীজ এনে ভাদ্র মাসে রোপন করেছিলেন।
বর্ষাকালের শুরুতেই মাইক্রো লংকা
পোকার আক্রমণ দেখা দিলে জীবাণুনাশক স্প্রে করতে হয়। বর্ষাকালের শুরুতেই মাইক্রো লংকা চাষ শুরু করা গেলে ফলন আরও ভালো হতে পারে। শীতকালে জমিতে সার ভালভাবে দি হবে। মাটিতে দিতে হয় গোবর সার। চারা লাগানোর এক থেকে দেড় মাসের মধ্যেইফলাফল দেখতে পাবেন।