নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তৈরি করা নতুন কৃষি আইনের বিরুদ্ধে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, কেরালা থেকে হাজার হাজার কৃষকরা কৃষক আন্দোলনে করছে। পায়ে হেঁটে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে হাজার হাজার কৃষকরা। আর সেই কৃষকদের আটকাতে হরিয়ানায় পুলিশরা যেভাবে লাঠিচার্জ করে শীতের মধ্যে জলকামান ছুঁড়েছে, তাদের ধিক্কার জানিয়েছে গোটা দেশ। আর সেই জলকামানের মুখোমুখি হয়েছেন এক বীর সাহসী যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্র তাকে ‘হিরো’ তকমা দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন সময় বিভিন্নভাবে মোড় নিয়েছে কৃষকদের এই আন্দোলন। অবশেষে আজ, মঙ্গলবার সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজি হয় ভারতীয় কৃষক ইউনিয়ন।
জানা গিয়েছে, আজ দুপুর তিনটের সময় বিজ্ঞানভবনে সরকারের সঙ্গে ভারতীয় কৃষক ইউনিয়নের নেতাদের কৃষি বিল নিয়ে আলোচনা হয়। আগামী ৩ ডিসেম্বর আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আজ হঠাৎ করে এই আলোচনা শুরু হয়। কৃষকদের তরফ থেকে ৩৫ জন প্রতিনিধি যান আলোচনায় এবং কোনও শর্ত ছাড়াই। বৈঠকে সরকারের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁকে বেছে নেওয়ার পেছনে কারণ রাজনাথ নিজে কৃষক পরিবারের সন্তান। তাই কৃষকদের সমস্যা বুঝতে এবং তাঁদের ভরসা দিতে রাজনাথের সমান কেউ নেই এই মুহূর্তে।
কৃষকদের এই আলোচনায় পরিষ্কার করে বুঝিয়ে দেয়া হয় কৃষি আইনের কোনও পরিবর্তন হবে না। খুব জোর হলে কেন কৃষকদের আপত্তি, তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে। এমনকি তুলে নেওয়া হবে না ফসলের ন্যূনতম মূল্য। বরং পুরোনো ব্যবস্থাতে ফসল বেচতে পারবেন কৃষকরা। এমনটাই জানানো হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের তেমন কোনও পরিবর্তন হল না বা বলা ভাল কেন্দ্রের সামনে কৃষকদের নতি স্বীকার করতে হল, এমনটা বলাই যায়।