Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমফানে পশ্চিমবঙ্গে মৃত্যু ৭২, পরিবার পিছু ২.৫ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমফান ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৭২ জন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করলেন। গতকাল দুপুর ২.৩০ নাগাদ আমফান আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "আমি ভারতের…

Avatar

আমফান ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৭২ জন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করলেন। গতকাল দুপুর ২.৩০ নাগাদ আমফান আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসার জন্য অনুরোধ করেছি।”

এর সাথে তিনি আরও বলেন, “এমন ভয়ঙ্কর বিপর্যয় আগে কখনো দেখিনি।” আমফানের জন্য ৭২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের, উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জন, হাওড়ায় ৭ জন, বসিরহাটে ১০ জন, পূর্ব মেদিনীপুরের ৬ জন প্রভৃতি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন ফোনে অমিত শাহ সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার পরে, রাজ্যের এই রকম পরিস্থিতিতে সব রকমের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,”অমিত শাহকে ফোন করে আমি অনুরোধ করেছি বিপর্যয় যে তহবিল থাকে সেখান থেকে যেন আমি টাকা পাই, আমার এখনই এই টাকা প্রয়োজন।” শুধু তাই নয়, এ দিন মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

About Author