কৌশিক পোল্ল্যে: বর্তমানে ভারতসহ গোটা বিশ্ব এমন এক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে যার বিভীষিকা পৃথিবীবাসীকে ক্রমাগত নাড়িয়ে দিয়ে যাচ্ছে, এই বুঝি মৃত্যুডঙ্কা বাজল বলে। চিন, ইতালি কিংবা আমেরিকা, ফ্রান্সের মতো শোচনীয় অবস্থা এদেশে হয়নি ঠিকই, তবু ঘাড়ে নিশ্বাস ফেলছে আতঙ্ক; দশ হাজার মানুষ মারনব্যাধি করোনায় আক্রান্ত, সেই সংখ্যাটাও কি কম কিছু!
এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে দেওয়া বক্তৃতায় জানিয়েছেন টানা ২১ দিন লকডাউন চলার পর আবারো ১৯ দিনের জন্য লকডাউন চলতে থাকবে। দেশের বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করেই এই সিদ্ধান্তে এসেছেন মোদি সরকার। কাজেই সম্ভাব্য ৩০ শে এপ্রিল নয়, একেবারে ৩রা মে অবধি চলবে লকডাউন। সেই মেয়াদ পর্যন্ত সব স্বাভাবিক হয়ে এলে লকডাউন উঠে যেতে পারে আশিংক বা সম্পূর্নভাবে।
লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় আরও বেশি দুর্ভোগের শিকার হলেন হতদরিদ্র শ্রমিক ও দিনমজুরেরা, একথা শিকার করে নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এবার এই বিপদের দিনে দরিদ্র মানুষদের ত্রাতারূপে এগিয়ে এলেন মুন্না ভাই ওরফে সঞ্জয় দত্ত। দুর্দিনে না খেতে পাওয়া মানুষদের দেবদূতের ভূমিকা পালন করতে এগিয়ে এলেন যথাসাধ্য প্রয়াসে।
চরম অর্থকষ্টে ভুগতে থাকা পরিবারগুলির মোট এক হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন সঞ্জুবাবা। এতে করে উক্ত মানুষেরা উপকৃত হবেন বলে আশাবাদী অভিনেতা। বেড়ে যাওয়া লকডাউনের দিনগুলিতেও একইভাবে ওদের মুখে অন্ন তুলে দেবেন সঞ্জয় দত্ত। অভিনেতা বলেন, “গোটা দেশ সঙ্কটের মধ্যে। সকলেই নিজের নিজের মতো করে সাহায্য করার চেষ্টা করছেন। আমিও তাই করছি। যদিও খুব বড় কিছুই করতে পারছি না। কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।”