গতবছর থেকেই ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’ গান ও দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর সবকটি গান রীতিমতো ট্রেন্ডিং রয়েছে। এখনো নেটদুনিয়া থেকে যার রেশ কাটতে চাইছে না একেবারেই। প্রত্যেক বছরের শেষেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গানগুলি নিয়ে চর্চা চলতে থাকে। এবার সেই চর্চাতেই আবারো ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’। পুষ্পার গানকেও ছাপিয়ে গেল ভুবনবাবুর গানের ভিউজ। সম্প্রতি সেই নিয়েই শোরগোল পড়েছে গোটা নেটদুনিয়ায়।
দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রইজ’ রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। পিছনে ফেলে দিয়েছিল বলিউডকেও। ছবি মুক্তির অনেক আগে থেকেই এই দক্ষিণী ছবির প্রতিটি গান আলাদাভাবে জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে। ছবির ‘শ্রীভাল্লী’, ‘সামি সামি’, ‘ও আন্তাভা’ এই তিনটি গানই রীতিমতো সারা ফেলে দিয়েছিল গোটা বিশ্বের মানুষের কাছে। সকলেই মেতে উঠেছিলেন পুষ্পার গানের তলে। তবে এবার সেই পুষ্পারই ‘ও আন্তাভা’ গানকে ছাপিয়ে গেল ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’। উল্লেখ্য, বাদামকাকুও কারুর থেকে পিছিয়ে ছিলেন না। তার এই গান পৌঁছে গিয়েছিল বিশ্বের দরবারে। তার একাধিক ঝলক অবশ্য মিলেছে এই নেটমহলেই।
২০২২ শুরুর আগে পুষ্পার গানগুলির ভিউজ ছিল আকাশ ছোঁয়া, যা বর্তমানে বেড়েছে আরো। সেইসময় গোটা নেটমহল শুধুই পুষ্পার গানের তালে মেতেছিল। তবে এবার ২০২৩ শুরুর আগে সেইসমস্ত গানগুলিকেই টেক্কা দিল বাদামকাকুর গান। এই মুহূর্তে নেটদুনিয়ায় ‘শ্রীভাল্লী’র মোট ভিউজ ৫৪ কোটি। ইউটিউবের জনপ্রিয় গানগুলির মধ্যে এটির স্থান শীর্ষে। ‘সামি সামি’র মোট ভিউজ ৪৯ কোটি। জনপ্রিয় গানগুলির তালিকায় এটির স্থান তিনে। সামান্থা রুথ প্রভুর ‘ও আন্তাভা’ ৩৪ কোটি ভিউজ নিয়ে জনপ্রিয় গানের তালিকায় 7 নম্বরে রয়েছে। তবে ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ ‘ও আন্তাভা’কে পিছনে ফেলে ৩৮ কোটি ভিউজ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। বছর শেষে এখন সেই নিয়েই শোরগোল নেটপাড়ায়।
নিজের গানের এত জনপ্রিয়তা শুনে বেজায় খুশি বাদামকাকুও। তার এত জনপ্রিয়তা ও সফলতার একমাত্র দাবিদার তার অনুরাগীরাই, মত ভুবনবাবুর। তিনি নিজের এই গানের জন্যই আজ এত পরিচিত সকলের মাঝে। মানুষ যদি তার পাশে না থাকতো, তিনি কখনোই এতদূর পৌঁছাতে পারতেন না বলেই জানিয়েছেন তিনি। মানুষের ভালোবাসায় পাল্টেছে তার জীবিকা। পাল্টেছে গোটা জীবনযাত্রাও। বাদাম বিক্রেতা থেকে এখন তিনি গায়ক। প্রায়ই নিজের নতুন নতুন গান নিয়ে হাজির থাকেন তার অনুরাগীদের মাঝে। কয়েকদিন আগেই নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে তার গাওয়া ‘পাকা বাদাম’। বলাই যায়, এই মুহূর্তে সেই নিয়েও চর্চিত তিনি।