শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের যাতায়াতকে আরও সহজ ও আধুনিক করতে বাজারে এসেছে Ather 450X। স্পোর্টি লুকস, আধুনিক ফিচারস এবং শক্তিশালী রেঞ্জের কারণে এই ইলেকট্রিক স্কুটার ইতিমধ্যেই যুব সমাজের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ডিজাইন থেকে শুরু করে টেকনোলজি—প্রতিটি ক্ষেত্রে আলাদা ছাপ ফেলেছে এটি।
Ather 450X-এর ডিজাইন তৈরি করা হয়েছে মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে। এর স্পোর্টি ও অ্যাগ্রেসিভ লুকস স্কুটারটিকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে। একে প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য এতে রয়েছে LED হেডলাইট, LED টার্ন ইন্ডিকেটর, সিঙ্গল-পিস সিট এবং রিয়ার গ্র্যাব-রেল। সামগ্রিকভাবে এর লুক একে স্টাইলিশ ও আধুনিক করে তুলেছে।
এই স্কুটারে দুটি ব্যাটারি প্যাক অপশন দেওয়া হয়েছে—২.৯kWh ও ৩.৭kWh। ছোট ব্যাটারিটি একবার চার্জে প্রায় ৯০ কিমি রেঞ্জ দেয়, আর বড় ব্যাটারিটি দিতে পারে সর্বোচ্চ ১১০ কিমি। চার্জিং সময়ের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। ৩.৭kWh ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় ৫ ঘণ্টা ৪৫ মিনিট, আর ২.৯kWh ব্যাটারি চার্জ হতে লাগে প্রায় ৮ ঘণ্টা ৩৬ মিনিট।
টেকনোলজির দিক থেকেও পিছিয়ে নেই Ather 450X। এতে রয়েছে ৭-ইঞ্চির TFT টাচস্ক্রিন ডিসপ্লে, LED লাইটস, ১৬GB স্টোরেজ ও ২GB RAM। Pro Pack ভ্যারিয়েন্টে আরও যোগ হয়েছে Google Maps Navigation, Document Storage, Find My Scooter, Ride Stats, OTA Updates এবং মোট ৫টি রাইড মোড—Smart Eco, Eco, Ride, Sport এবং Warp। এই ফিচারগুলি একে আরও স্মার্ট ও আধুনিক করে তুলেছে।
আরামের জন্য সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্কস এবং পেছনে মনোশক সাসপেনশন। ব্রেকিং সিস্টেমেও গুরুত্ব দেওয়া হয়েছে—২০০mm ফ্রন্ট ও ১৯০mm রিয়ার ডিস্ক ব্রেক। সঙ্গে রয়েছে ১২-ইঞ্চি অ্যালয় হুইলস ও চওড়া টায়ার, যা স্কুটারের রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে।
Ather 450X বিভিন্ন ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর দাম শুরু হচ্ছে ১,৫৫,৩৯৪ থেকে এবং সর্বোচ্চ যাচ্ছে প্রায় ১,৬৬,৯০২ (ex-showroom)। ব্যাটারি প্যাক ও ফিচারের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়েছে, যাতে গ্রাহকরা নিজেদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী ভ্যারিয়েন্ট বেছে নিতে পারেন।
Saturday Night Live is back with a brand-new episode tonight, January 24, 2026. The long-running…
When HBO’s A Knight of the Seven Kingdoms premiered, one detail stood out immediately: the…
Stephen Libby, the 32-year-old cyber security consultant from the Isle of Lewis, has captured the…
Nearly 23 years after Elizabeth Smart’s harrowing kidnapping, her younger sister Mary Katherine Smart continues…
At 99 years old, Mel Brooks remains one of Hollywood’s most enduring comedic voices. The…
Christina Aguilera brought glamour and powerhouse vocals to Paris during her performance at the Gala…