ভারতের এলাকা দখলের চেষ্টা, চিনের চক্রান্ত ফাঁস, দেখুন সেই ছবি
লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের মাটিতে এসে ঘাঁটি গেড়েছে চিনা সৈন্যরা। চিনের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হলেও অবশেষে এর প্রমাণ মিললো। উপগ্রহ চিত্রের মাধ্যমে গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করলো ভারত। লাদাখে ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের মাটিতে এসে দখলদারির চেষ্টা চালাচ্ছে চিন। ১৬ তারিখ প্ল্যানেট ল্যাবের উপগ্রহ চিত্রে গালওয়ান নদী বরাবর চিনা সেনাবাহিনীর গাড়ি ও তাঁবুর ছবি ধরা পড়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর দিন চিনের সেনাবাহিনীর অবস্থান ধরা পড়েছে।
সর্বভারতীয় সংবাদসংস্থা টাইমস নাও সূত্রে জানা গেছে, ইমারতী বোঝায় গাড়ি এনে গালওয়ান উপত্যকায় ঘাঁটি বানানোর চেষ্টা করছে চিনা সেনা। ভারতের সেনাবাহিনী চিনে প্রবেশ করেছে বলে বারবার দাবি করেছে বেজিং। অথচ বাস্তবে যে উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে তাতে এর উল্টোটাই দেখা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে ১৯৬২ সালে যুদ্ধের সময় এই এলাকায় প্রবেশ করেছিল চিনের সেনাবাহিনী। তার পর অবশ্য এই এলাকা দখলের আর কোনও চেষ্টা করেনি চিন। তবে, চিনের সেনার বর্তমান অবস্থানে এটা পরিষ্কার যে, ভারতের গালওয়ান উপত্যকা দখলের চেষ্টায় রয়েছে বেজিং।
Chinese military buildup is escalating India border tensions. HawkEye 360 detected increased RF activity along the Galwan River Valley on May 29 and tasked @planetlabs‘ SkySat satellites to confirm the suspected military buildup. Highlighting RF GEOINT’s value. #IndiaChinaFaceOff pic.twitter.com/ov2f5SwR4t
— HawkEye 360 (@hawkeye360) June 17, 2020
সীমান্তে শান্তিরক্ষায় গত সপ্তাহে দুই দেশের সেনাপ্রধানরা আলোচনায় বসেন। সেই আলোচনায় নিজেদের বাহিনী পিছিয়ে নিয়ে সীমান্তে শান্তিরক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেন দুই পক্ষ। তবে, বুধবারের আলোচনা এখনও পর্যন্ত সফল হয়নি। এখনও কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি দুই দেশের সেনাপ্রধানরা। আজ আবার দ্বিতীয় দফায় আলোচনায় বসছে দুই দেশ। এই আলোচনার উপরই অনেকটা নির্ভর করছে সীমান্তে শান্তি ফেরানোর প্রক্রিয়া।