আন্তর্জাতিকনিউজ

সমস্ত রেকর্ড ভেঙে প্রবল বৃষ্টি, বন্যার সতর্কতা জারি

Advertisement

দাবানলের পর এবার ভয়ঙ্কর বৃষ্টিতে বিপদে অস্ট্রেলিয়ার বহু মানুষ। গত ৩০ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে অস্ট্রেলিয়ার সিডনি শহরে। সেই দেশে এরুপ বৃষ্টি দেখা যায় না, দাবানলে দীর্ঘদিন ভোগান্তির পর এবার সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্মুখীন সিডনীর বাসিন্দা। বন্যার অবস্থা তৈরী হয়েছে সেখানে, বন্ধ হয়েছে একাধিক রাস্তাও। ভয়ানক এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে নিরাপদ জায়গার খোঁজে।

বিদ্যুৎ সংযোগ ছিন্ন প্রায় এক লাখ বাড়ি। চারদিনে সেখানে ৩৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিডনিতে। আকস্মিক বন্যার পরিস্থিতিতে আরও প্রাণহানির ঝুঁকিও রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন : ধাপার আবর্জনার স্তুপ থেকে গলফ খেলার সবুজ মাঠ, অভিনব উদ্যোগ কলকাতা পৌরসভার

অক্টোবর থেকে দাবানলের কবলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস।বড় দুটি দাবানল নিভে গেলেও নিউ সাউথ ওয়েলস রাজ্যে এখনও বিপদজনক না হলেও জ্বলছে ৩১টি দাবানল। যে রুপ তীব্র খরায় ভুগছিল নিউ সাউথ ওয়েলস তা থেকে রেহাই মিলবে বৃষ্টির ফলে, জল সংকটেরর অভাবও পূরণ হবে বলেই মনেনে করা হচ্ছে।

Related Articles

Back to top button