৮৬০০০ দর্শক ঠাসা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চম বারের জন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ফাইনালে ১৮৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফাইনালে বিশাল রান চেজ করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় ভারত।
শেফালী ভার্মা মাত্র ২ রান করেই আউট হয়ে যান। এরপর পরপর উইকেট পড়তে থাকে ভারতের। পাওয়ারপ্লে তেই ৪ উইকেট পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। প্রথম বার ফাইনালে উঠেও ট্রফি অধরাই থেকে গেলো ভারতের মেয়েদের। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই এলিসা হিলির ক্যাচ ফস্কান শেফালী। সেই হিলি’ই শেষপর্যন্ত ৩৯ বলে ৭৫ করে যান। বেথ মুনির সাথে ১১৫ রানের পার্টনাশিপ করেন প্রথম উইকেটে। হিলি আউট হওয়ার পর মুনি শেষপর্যন্ত খেলে দলের রান ১৮৪ টে পৌঁছে দেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বুড়ো হাড়ে ভেলকি, পুরোনো ছন্দে দেখা গেল বীরুকে
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত, সেই চাপ থেকে আর বেরোতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নেন মেগান স্কাট এবং তিনটি উইকেট নেন জেস জোনাসেন। একটি করে উইকেট পেয়েছেন সোফি মোলিনেক্স, ডেলিসা কিমিনেন্স এবং নিকোলা ক্যারি।