আন্তর্জাতিকনিউজ

জ্বলছে দেশ, আসন্ন ভারত সফর বাতিল প্রধানমন্ত্রী স্কট মরিসনের

Advertisement

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ দাবানলের জেরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সবে গরমের শুরু অস্ট্রেলিয়ায় এই সময় এই দাবানল এর ফলে আগামী দিনের পরিস্থিতি কি হবে তা নিয়ে চিন্তায় বাসিন্দারা।

অবিলম্বে বাসিন্দাদের বাড়ি ছাড়তে হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকল এবং বিপর্যয় মোকাবিলা কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাণে বাঁচতে বহুলোক বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, বহু বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। চারিদিকে ধোঁয়াময় পরিবেশে শ্বাসকষ্ট হচ্ছে বহু মানুষের।

আরও পড়ুন : আমেরিকার বিরুদ্ধে বদলার হুমকি, বাঁধতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ

দক্ষিণের সমুদ্র তটে আশ্রয় নিয়েছে বহু মানুষ,যার জন্য ওই স্থানের আশেপাশে বহু যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার থেকে মূল সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে যাতে আগুনের শিখা ঝোড়ো হাওয়ায় তীব্রতর হয়ে গাড়িতে এসে আরও বড় দুর্ঘটনা না ঘটে। দাবানলে এখনো পর্যন্ত ১৭ জন প্রাণ হারিয়েছে বহু মানুষ নিখোঁজ।

এই অবস্থায় আগামী ১৪ জানুয়ারি ভারত সফর বাতিল করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। একাধিক কর্মসূচি থাকায় তিন দিনের জন্য ভারতে আসছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার এই বিপর্যয়ে সফর বাতিল করতে হল তাকে।

Related Articles

Back to top button