কলকাতানিউজ

তিন কেন্দ্রে উপনির্বাচনে হেরে NRC কে দায়ী করলেন বাবুল সুপ্রিয়

Advertisement

কলকাতা : গত ২৮শে নভেম্বর, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জের উপনির্বাচনে বিজেপি চরমভাবে পরিচিত হয়। এই উপনির্বাচনের ফলাফল নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

কাল, শুক্রবার ফেসবুকে একটি পোষ্ট করেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি বলেছেন, তিনি একজন ক্রীড়াপ্রেমিক। তিনি বলেন, প্রতিটি লড়াইয়ে হার ও জিত থাকে। এটা সত্যি যে এনআরসি নিয়ে তৃনমূল রাজ্যে যে ভয় ছড়িয়েছিল তার কাউন্টার করতে পারেনি বিজেপি।

রাজ্যে এনআরসি হওয়ার কারন, এর সুবিধা আমরা রাজ্যবাসীকে ঠিকমতো বোঝাতে পারিনি। এই মন্তব্যের পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বার্সেলোনার কোচ জন ক্রুয়ফের এক উক্তিকে তুলে ধরেন যেখানে জন ক্রুয়ফ বলেন, ‘We shall win because of today’s loss’ এরপরই বার্সেলোনা স্প্যানিশ লিগে জয়লাভ করে।

বাবুল আরও জানান বিজেপির কিছে এই পরাজয় অপ্রত্যাশিত। এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এই হার কখনো আমাদের কাম্য নয়।’ তিন কেন্দ্রেই বিজেপি ভালোই জনসমর্থন পেয়েছিল। তার পরেই হার, এর কারন হয়তো এনআরসি। সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ বারে বারে বলেন, বাংলাতে অবশ্যই এনআরসি হবে। এমনকি তিনি দু কোটি বাংলাদেশী অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়ানোর হুমকি দেন। মূল এরই প্রভাব পড়েছে উপনির্বাচনে।

Related Articles

Back to top button