Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দলের অন্দরেই সমালোচনার মুখে দিলিপ ঘোষ, “তার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন”, টুইট বাবুলের

সিএএ এবং এনআরসি আইন লাগু হওয়ার পর এবং তা সারা দেশে কার্যকর হবে কেন্দ্রীয় বিজেপি সভাপতি অমিত সাহের এইপ্রকার মন্তব্যের পর নাগরিকত্ব আইনের বিরোধীতায় সারা দেশ যখন উত্তাল তখন বাংলাও…

Avatar

সিএএ এবং এনআরসি আইন লাগু হওয়ার পর এবং তা সারা দেশে কার্যকর হবে কেন্দ্রীয় বিজেপি সভাপতি অমিত সাহের এইপ্রকার মন্তব্যের পর নাগরিকত্ব আইনের বিরোধীতায় সারা দেশ যখন উত্তাল তখন বাংলাও এই প্রতিবাদ থেকে পিছিয়ে ছিলো না। সেই প্রতিবাদের নামে চলে গুন্ডামী, নষ্ট করা হয় কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি।

রবিবার রানাঘাটের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে প্রচারে গিয়ে বিতর্ক জড়িয়ে গেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। তিনি বলেন “নাগরিকত্ব আইনের বিরোধীতায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে, অসম,কর্নাটক, উত্তর প্রদেশে দোষীদের গুলি করে মারা হয়েছে এবং জেলে ভরা হয়েছে। পশ্চিমবঙ্গে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ফের বেলাগাম দিলীপ ঘোষ, লাঠি-গুলি মেরে জেলে ঢোকানোর হুমকি দিলেন বিরোধীদের

বিক্ষোভকারীদের গুলি করে মারার কথায় এবার দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন দিলিপ ঘোষ। এই সমালোচনা প্রকাশ্যেই নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, দিলিপ ঘোষ দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলেছেন।তার মন্তব্যের সঙ্গে বিজেপির দলের কোনোরকম যোগাযোগ নেই,দিলিপ ঘোষের বক্তব্য কল্পনীয়।

সোমবার সকালে টুইট করে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, “দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তার সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। ওনার বক্তব্য পুরোটাই কাল্পনিক। যত বড় কারণই হোক না কেন, উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনওই মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি। দিলীপদা দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।”

About Author