মধ্যবিত্ত মানুষদের জন্য খারাপ খবর!

পুজোর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি। প্রত্যেক বাঙালি পুজোর এই কয়েকটি দিনের জন্য সারাবছর অপেক্ষা করে। কিন্তু পুজো শুরু হওয়ার আগেই দাম বাড়তে চলেছে তেলের। মধ্যবিত্তদের মাথায় হাত এই কারণে। সৌদি আরবের রেলভান্ডারে জঙ্গিহানার হওয়ার সারা বিশ্বে তেল সরবরাহে ঘাটতি তৈরি হল। শনিবারের হামলার পরে অপরিশোধিত তেলের উৎপাদন কমেছে ৫০ লক্ষ ব্যারেল এর মত। যা বিশ্বব্যাপী উৎপাদনের ৫ শতাংশ। এখন উৎপাদন বন্ধ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈলশোধনাগার। ১২ শতাংশ তেলের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এই তেল সংস্থার প্রধান ক্রেতা।