অরূপ মাহাত: কাশ্মীরে সতর্ক ভারতীয় সেনা। তাই এবার দক্ষিণ ভারতকে হামলার কেন্দ্র হিসেবে বেছে নিলো জঙ্গিরা। ভারতীয় সেনার পক্ষ থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে। সোমবার গোয়েন্দা বিভাগ এ নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে নির্দিষ্ট তথ্য তুলে দেওয়ার পরই সেনা সতর্কতা জারি করে। ভারতীয় সেনা সূত্রে খবর, গুজরাতে ভারত-পাক সির ক্রিক সীমান্তে বেশ কিছু পরিত্যক্ত বোট পাওয়া গিয়েছে৷
গুজরাতের সঙ্গে পাকিস্তানের সিন্ধ প্রদেশকে পৃথক করেছে এই সির ক্রিক সীমান্ত৷ ভারতীয় সেনার সাউদার্ন কম্যান্ডের কম্যান্ডিং ইন চিফ জেনারেল এস কে সাইনির জানান, ‘আমাদের কাছে খবর রয়েছে দক্ষিণ ভারতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা৷ সির ক্রিক সীমান্তে অনেকগুলি পরিত্যক্ত বোট উদ্ধার করা হয়েছে৷ আমরা সব রকম ভাবে সজাগ রয়েছি৷ জঙ্গিরা অপেক্ষা করছে বলে জানা গেছে৷’
সেনার থেকে সতর্ক বার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসে কেরল প্রশাসন। সতর্ক করা হয় সমস্ত পুলিশকর্তাকে। প্রতিটি জনবহুল এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করেছে কেরল প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তামিলনাড়ুতেও।