Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের আসরে বাদামকাকু, ধুতি-পাঞ্জাবি পরে বিয়ে করলেন ভুবন বাদ্যকর

স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন রিয়্যালিটি শো 'ইস্মার্ট জোড়ি'। এই শোয়ে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ। এই শোতে উদযাপন করা হচ্ছে ভালোবাসাকে। স্টার জলসার পর্দায় এই প্রেমের উদযাপন…

Avatar

স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’। এই শোয়ে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ। এই শোতে উদযাপন করা হচ্ছে ভালোবাসাকে। স্টার জলসার পর্দায় এই প্রেমের উদযাপন শুরু হয়েছে ২৬’শে মার্চ থেকে। ইতিমধ্যেই টিভির পর্দায় এটি সম্প্রচার হওয়া শুরু হয়ে গিয়েছে।

কয়েকদিন আগে এই রিয়্যালিটি শোয়ের একটি প্রোমো ভাইরাল হয়েছিল যেখানে নিজের স্ত্রীকে নিয়ে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সকলের প্রিয় বাদামকাকুকে। বীরভূমের ভুবন বাদ্যকর দাদাগিরির মঞ্চ মাতানোর পর এবার উপস্থিত হবেন এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসন্ন সপ্তাহে ‘ইস্মার্ট জোরি’র মঞ্চে নিজের স্ত্রীকে নিয়ে উপস্থিত থাকছেন সকলের প্রিয় বাদামকাকু। সেখানেই মালাবদল করে আবারও বিয়ে করবেন নিজের স্ত্রী আদুরীকে। ৩০ বছর আগে গোরুর গাড়ি করে বিয়ে করতে গিয়েছিলেন ভুবনবাবু। তাদের বিয়ের কোনো ছবি নেই তাদের কাছে। এদিন এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে একেবারে বর বউয়ের সাজে দেখা মিললো তাদের।

ধুতি-পাঞ্জাবি ও বেনারসিতেই সেজেছিলেন তারা। ছিল টোপর, মালা ও মু্কুটও। সব রীতিনীতি মেনেই হয়েছে বিয়ে। সেই ঝলক ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে। বিয়ের সময় লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন তারা। এদিন এই রিয়্যালিটি শোয়ের মাঞ্চে উপস্থিত থাকবে আরও একাধিক জোরি। মধুবনী-রাজা, ভরত কল-জয়শ্রী, সুদীপ-পৃথা সহ আরো অনেকে। পুরো এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

About Author