বলিউডবিনোদন

বাংলা লোকগীতি অবমাননার অভিযোগ উঠল বাদশা ও জ্যাকলিনের বিরুদ্ধে

Advertisement

কৌশিক পোল্ল্যে: এই দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে একটি বাংলার লোকগীতির কিছু লাইনকে কেন্দ্র করে। বলিউডি গায়ক বাদশা এক নতুন মোড়কে পেশ করেন ‘বড়লোকের বেটি লো’ গানটিকে, যার ট্যাগলাইন দেন ‘গেঁন্দা ফুল’। আদতে এটি ওই বাংলা গানেরই অভিনবরূপ, বা বলা চলে রিমেক। গানের সঙ্গে স্বরচিত কিছু লাইন যুক্ত করে, বাদশা তার নিজস্ব গায়কির ছোঁয়া রেখে গানটি সম্পূর্ন করেন।

একদম প্রথমেই জ্যাকলিনকে দেখা যায় বঙ্গবধূর ন্যায় লাল পাড় সাদা শাড়ির চিরাচরিত সাজে, যা সত্যিই মনমুগ্ধকর, কিন্তু এরপরই দৃশ্যটা ক্রমশ পরিবর্তিত হতে থাকে। গানের পরত যখন খুলতে শুরু করে সেখানে মাঝের এই বাংলা লাইনগুলিতে অভিনেত্রীকে একটি আধুনিক ট্রান্সপারেন্ট শাড়িতে নাচতে দেখা যায়। উক্ত পোশাক ও অঙ্গভঙ্গি নিয়ে অভিযোগ তুলেছেন অনেকেই।

ট্রেন্ডিং লিস্টের শীর্ষে থাকা এই গান বহু মানুষের পছন্দ হলেও এই ইস্যুতে একাধিক সমালোচনাও শুরু হয়েছে, যার জেরে মাত্র দুদিনের মাথায় ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে ধস নেমে গান এসে দাঁড়ায় দ্বিতীয় স্থানে। সমালোচকসহ বহু বাঙালিরাই এই গানে আপত্তি জানিয়েছেন এবং গানটির উপস্থাপন একেবারেই পছন্দ হয়নি এমনটাই দাবী করেছেন বহু ইউজার।

আরও একটি লক্ষনীয় বিষয়, ইউটিউব বিবরনীতে বাদশা নিজেকে উক্ত গানের সুরকার ও গীতিকার দাবী করে, যা একেবারেই ভ্রান্ত। বাংলা লোকগীতির এহেন অবমাননা নিয়ে প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়। এর বেশ কিছুদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বহু কাটাছেঁড়া করা হয় যা এক বড়সড় বিতর্কের সৃষ্টি করে, সেই ঘায়ের উপর টাটকা আঘাতে স্ফুলিঙ্গ জ্বলে উঠল বলে।

Related Articles

Back to top button