Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Badshah: ঢাকার এক বিয়েতে গান গেয়ে আসর জমালেন বাদশাহ্

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তথা র‍্যাপার বাদশাহ গান গাইলেন বাংলাদেশের রাজধানী ঢাকার এক বিয়ের অনুষ্ঠানে। একথা শুনে অবাক হলেও কথাটা সত্যিই। বর্তমানে বলিউডের র‍্যাপার হিসেবে তার পারিশ্রমিক সর্বোচ্চ। তিনি…

Avatar

By

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তথা র‍্যাপার বাদশাহ গান গাইলেন বাংলাদেশের রাজধানী ঢাকার এক বিয়ের অনুষ্ঠানে। একথা শুনে অবাক হলেও কথাটা সত্যিই। বর্তমানে বলিউডের র‍্যাপার হিসেবে তার পারিশ্রমিক সর্বোচ্চ। তিনি গান গাইলেন বিয়ে বাড়িতে! তাও আবার ঢাকায় এসে। শুধুমাত্র গান গাননি নেচে-গেয়ে একেবারে মাতিয়ে দিয়েছিলেন গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান। সম্প্রতি সেই খবর প্রকাশ্যে আসতেই সেই নিয়ে চর্চা শুরু হয়েছে।

মাহিন ও লুবানার বিয়ের অনুষ্ঠান গান দিয়ে মাতিয়েছেন বাদশাহ। তাদের বিয়ের জন্য আয়োজন করা বিশাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছিল তাকে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিল। মাহিন ও লুবানার বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ঢাকার নতুন বাজার এলাকার কাছে মাদানী এভিনিউয়ে। তারা যে ঢাকার বেশ প্রভাবশালী মানুষ, তা বলার অপেক্ষা রাখে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Badshah: ঢাকার এক বিয়েতে গান গেয়ে আসর জমালেন বাদশাহ্

এই খবর সামনে আসতেই রীতিমতো চমকে উঠেছেন অনেকেই। গোটা সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে চর্চা চলছে ক্রমাগত। বলিউডের এই ৬৩-তম ধনী তারকা গান গাইতে এসেছিলেন ঢাকার কোন এক বিয়ের অনুষ্ঠানে। তারমানে বোঝাই যাচ্ছে তাদের প্রতিপত্তি। অবশ্য তিনি যাদের বিয়ের জন্য আয়োজিত বিশাল অনুষ্ঠানে গিয়ে গান গেয়ে এসেছেন তাদের আসল পরিচয় কি তা অবশ্য জানা সম্ভব হয়নি এখনো পর্যন্ত।

হানি সিংয়ের ব্যান্ডে কাজ করার সূত্র ধরেই বলিউডে পা রেখেছিলেন বাদশাহ। জন্মসূত্রে তার নাম ছিল আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি নিজের নাম বদলে নেন। ২০০৬ সাল থেকে নিজের কেরিয়ারের যাত্রা শুরু করেছিলেন তিনি। পরে ২০১২ সালে হানি সিংয়ের ব্যান্ড থেকে আলাদা হয়ে যান। এরপর থেকেই তিনি স্বতন্ত্রভাবে নিজের কাজ করতে শুরু করেন বলিউডে। আজ তিনি বলিউডের অন্যতম নামী র‍্যাপার। যার র‍্যাপ শুনলে মেতে ওঠেন সকলেই।

About Author