Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলেজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ফের শিক্ষামন্ত্রীকে ইস্তফাপত্র পাঠালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়

চাকরি থেকে অব্যাহতি চেয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আবার মেল করলেন মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গত আগস্ট মাসে একবার এই পদ ছাড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু সেবার শিক্ষামন্ত্রী…

Avatar

চাকরি থেকে অব্যাহতি চেয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আবার মেল করলেন মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গত আগস্ট মাসে একবার এই পদ ছাড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু সেবার শিক্ষামন্ত্রী তার ইস্তফাপত্র গ্রহণ করেননি। সেই ঘটনার পর আবার কলেজে যোগ দিলেও এদিন আবার পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সেবার ইস্তফাপত্র গৃহীত না হওয়ার পর তিনি কাজে যোগ দিয়েই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, কলেজে তার উপর সাম্প্রদায়িক আক্রমণ হচ্ছে। এমনকি তাঁর গোলপার্কের বাড়িতে একটি সাংবাদিক সম্মেলনও ডেকেছিলেন তিনি, এই বিষয়ে বলবার জন্য। গতবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার ইস্তফাপত্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একগুচ্ছ অভিযোগ জানালেও শিক্ষামন্ত্রী তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি। এবারেও তাঁর ইস্তফাপত্র শিক্ষামন্ত্রী গ্রহণ করেন কিনা এখন সেটাই দেখার।

About Author