ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bajaj Bike Discount: নতুন বছরের আগে আপনার জন্য সুখবর, ১০,০০০ টাকার কমে পাওয়া যাবে বাজাজের এই দুটি বাইক

আপনার যদি এক্ষুনি একটি সিএনজি বাইক কেনার পরিকল্পনা থাকে, তাহলে আপনার জন্য এটা একটা ভালো অপশন হতেই পারে

Advertisement

এবারে গ্রাহকদের জন্য একটা বড় অফার ঘোষণা করলো ভারতের অন্যতম অটোমোবাইল জায়েন্ট বাজার অটোমোবাইল। এই প্রথমবার বাজাজ কোম্পানি তাদের প্রথম সিএনজি বাইকের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। লেটেস্ট রিপোর্ট অনুসারে, ১২৫ সিসি সেগমেন্টের অন্যতম জনপ্রিয় সিএনজি চালিত বাইক ফ্রিডম এর দাম কমাতে চলেছে কোম্পানি। এই বাইকের এন্ট্রি লেভেল এবং মিড লেভেল মডেলের দাম কমতে চলেছে বলে জানা যাচ্ছে। বাজাজ কোম্পানিটি অফিসিয়াল বিবৃতি দিয়ে ঘোষণা করেছে এবার থেকে তাদের এই দুটি বাইক ১০,০০০ টাকা সস্তায় উপলব্ধ হবে। আজ থেকে মোটামুটি পাঁচ মাস আগে আগস্ট মাসে ফ্রিডম সিরিজের বেশ কয়েকটি বাইক লঞ্চ করেছিল বাজাজ অটো মোবাইল। তার মধ্যে সবথেকে জনপ্রিয় হয়েছিল সিএনজি চালিত এন্ট্রি লেভেল এবং মিড লেভেল মডেলদুটি। তাই নতুন বছর শুরু হওয়ার আগে কোম্পানির এই ডিসকাউন্ট অফার ভারতের গ্রাহকদের জন্য দারুন একটা অফার হবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার সংবাদ সংস্থা সিএনবিসি টিভি ১৮-র সাথে কথা বলার সময় বাজার অটোর কার্যকরী নির্দেশক রাকেশ শর্মা বলেছেন, আগামী বছরে নতুন কিছু বাইক লঞ্চ করার মাধ্যমে বাজাজ অটোমোবাইলস ভারতের এক নম্বর বাইক নির্মাতা কোম্পানি হয়ে ওঠার চেষ্টা করবে। তিনি আরো বলেছেন, এই বছর তাদের কোম্পানি বাইকের বিভিন্ন মডেলের উপরে রিসার্চ করেছে এবং বাজারের প্রয়োজন অনুযায়ী নতুন বৈশিষ্ট্য নিয়ে আসার চেষ্টা করেছে। শুধু ভারতেই নয়, নাইজেরিয়াতেও কিন্তু ভারতের এই কোম্পানির বাইক বেশ জনপ্রিয়। শুধুমাত্র নভেম্বর মাসেই নাইজেরিয়াতে এই কোম্পানির ৩৬ হাজারটি বাইক বিক্রি হয়েছিল। ডিসেম্বর মাসেও নাইজেরিয়াতে বাইকের বিক্রি একই রকম থাকবে বলে আশাবাদী রাকেশ শর্মা।

কত মাইলেজ দেয় ফ্রিডম বাইক?

সংবাদ সংস্থা অটোকার ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ফ্রিডম বাইকটি পেট্রোল এবং সিএনজি দুটি মডেলে উপলব্ধ। শহরের রাস্তা এবং হাইওয়ে দুই জায়গাতেই এই বাইক খুব ভালো মাইলেজ দিয়েছে বলে জানাচ্ছে কোম্পানি। যেহেতু এটা ১২৫ সিসি ইঞ্জিনের বাইক, তাই এই বাইকের থেকে একটু বেশি মাইলেজ আশা করা যায়। আশাহত করেনি ফ্রিডম ১২৫। কোম্পানির দাবি, তাদের ফ্রিডম ১২৫ সিএনজি বাইকে আপনারা ৪৯.৯ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ পেয়ে যাবেন, যদি আপনারা হাইওয়েতে চালান। অন্যদিকে যদি আপনি শহরে এই বাইক চালাতে চান তাহলে খুব সহজে এই বাইক ৮০ কিলোমিটার প্রতি কেজির মাইলেজ অফার করবে। তাই নতুন বছরের শুরুতে একটা সিএনজি বাইক কেনার পরিকল্পনা থাকলে, অবশ্যই চেক আউট করতে পারেন বাজাজ কোম্পানির ফ্রিডম ১২৫ বাইকটিকে।

Related Articles

Back to top button