টেক বার্তা

Bajaj Qute RE60: বাইকের দামে পেয়ে যান গাড়ি, ৩৫ কিলোমিটার এর বেশি মাইলেজ, গ্রাহকদের জন্য দারুন উপহার নিয়ে এল বাজাজ

সম্প্রতি বাজাজ কোম্পানি একটি নতুন কোয়াড্রিসাইকেল গাড়ি বাজারে লঞ্চ করেছে

Advertisement

আজকের দিনে দাড়িয়ে সকলেই নিজের একটি গাড়ি কেনার স্বপ্ন দেখেন। সবচেয়ে সস্তা গাড়ি বলে এখনো টাটা ন্যানোর কথা সবার মাথায় আসে। মধ্যবিত্তের মন জয় করতে টাটা কোম্পানি এই ন্যানো গাড়ি নিয়ে আসলেও সেই ভাবে মধ্যবিত্তের মন জয় করতে সক্ষম হয়নি টাটা ন্যানো। এবার সেই জায়গা নিতে বাজারে চলে এসেছে, বাজাজ কোম্পানির কিউট গাড়ি। এই গাড়িটির দাম একটি সাধারণ বাইকের সমান এবং মাইলেজের দিক থেকে অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই বেশি এগিয়ে।

কিন্তু চমক একটা অন্য জায়গায় রয়েছে। বাজাজের এই মডেল কিন্তু ভারতীয় মধ্যবিত্তদের গাড়ির স্বপ্ন পূরণ করবার পাশাপাশি, অনেকটাই বেশি সাশ্রয়ী। আসলে এই গাড়িটি একটি চার চাকা গাড়ি নয় বরং চারচাকা এবং থ্রি হুইলারের মাঝামাঝি একটি কোয়াড্রিসাইকেল। এটি একটি নতুন সেগিমেন্ট যা সম্প্রতি বাজারে আসতে শুরু করেছে এবং বাজাজ কোম্পানির এই গাড়িটি এই সেগমেন্টের প্রথম গাড়ি বলা যেতে পারে। কোম্পানি এটিকে অটো ট্যাক্সি হিসেবে চালু করেছে এবং এটাই হতে চলেছে ভারতের প্রথম কোয়াড্র সাইকেল গাড়ি এবং অটো ট্যাক্সি।

দেশে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে এই গাড়িটির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। কোম্পানির এই গাড়িটি পেট্রোল এবং সিএনজি দুই ধরনের ফুয়েল সিস্টেমে চলবে। পেট্রোলে ৩৫ কিলোমিটার এবং সিএনজিতে ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে কিউট। এটি একটি ৪ সিটের গাড়ি অর্থাৎ চারজন অনায়াসে বসতে পারবেন এই গাড়িতে। ব্যবহারকারীরা এই গাড়িতে ২১৬সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিএমটি ১৩.১ পিএস পাওয়ার এবং ১৮.৯ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। থ্রি হুইলার সেগমেন্টের ব্যবহারকারীদের জন্য অন্যান্য বিকল্প গুলির থেকে এটিই অনেকটা ভালো হতে চলেছে।

এই গাড়ির দাম রাখা হয়েছে মাত্র ২.৬৩ লক্ষ টাকা। গাড়িতে থাকছে ২০.৬ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। বাজার ক্রেতাদের সব ধরনের সুরক্ষা দিতে চলেছে এই গাড়িটি। শহরের ছোট রাস্তার কথা মাথায় রেখে এই গাড়িটি ডিজাইন করা হয়েছে। এই গাড়ি তার ব্যবহারকারীকে প্রতি মৌসুমে সমস্ত ধরনের সুরক্ষা ব্যবস্থা প্রদান করবে।

Related Articles

Back to top button