বুলেটের মতো কিলার ডিজাইন নিয়ে ভারতের বাজারে আসছে বাজাজের নতুন বাইক, জেনে নেওয়া যাক দাম এবং ফিচার
বাজাজ কোম্পানির এই নতুন ৩৫০ সিসি বাইক ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পাবে বলে মনে করা হচ্ছে
আপনি যদি একজন বাইক লাভার হন তাহলে আপনার কাছে অবশ্যই কিছু বাইক ভালো থাকা উচিত। আর ভারতের বাজারে যদি বাইকের ব্যাপারে কথা বলতে হয় তাহলে সবার আগে নাম করতে হবে রয়েল এনফিল্ড কোম্পানিটির। এই কোম্পানির বাইক ভারতের সবথেকে জনপ্রিয় বাইক। সম্প্রতি এই কোম্পানির তরফ থেকে বেশ কয়েকটি নতুন নতুন বাইক লঞ্চ করা হয়েছে। ৩৫০ সিসি সেগমেন্টে এই কোম্পানির একটি নতুন বাইক সম্প্রতি বাজারে এসেছে। তবে, রয়েল এনফিল্ড কোম্পানির সেই বাইকটিকে টক্কর দেবার জন্য এবার একটি নতুন বাইক নিয়ে হাজির হয়েছে ভারতের অন্যতম বৃহৎ বাইক নির্মাণ কোম্পানি বাজাজ।
সম্প্রতি কোম্পানির তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বুলেটের মতো লুক, সাউন্ড এবং দুর্দান্ত মাইলেজ নিয়ে তাদের একটি নতুন বাইক ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই নতুন বাইকটি ভারতীয় বাজারের Triumph BAJAJ ৩৫০ নামে বিক্রি হতে চলেছে বলে জানা যাচ্ছে। এই নতুন বাইকে আপনারা এমন কিছু ফিচার পাবেন যা হয়তো এর আগে অন্য কোন কোম্পানিতে আপনারা দেখতে পেতেন না। যদিও এখনো পর্যন্ত এই বাইকের ব্যাপারে কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গাড়িটি সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোন রিপোর্ট না পাওয়া গেলেও বিশেষজ্ঞরা মনে করছেন এই বাইকে দুটি ভেরিয়েন্ট আপনারা পাবেন। ৩৫০ সিসি এবং ৪০০ সিসির দুটি ভেরিয়েন্ট ভারতের বাজার উপলব্ধ হবে খুব শীঘ্রই। দামের কথা প্রকাশ্যে না এলেও, মনে করা হচ্ছে এই বাইকের বেস প্রাইস হবে ২.৫ লক্ষ টাকার কাছাকাছি।