বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মাঝেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি যে ভিডিওর সূত্র ধরে চর্চায় মৌমিতা সেটি ১০ মাস আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে নেটনাগরিকদের মাঝে শেয়ার করে নিয়েছিলেন তিনি। বর্তমানে যা ৫০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এই ভাইরাল হওয়া ভিডিওতে ‘বকুল ফুল বকুল ফুল’ এই গানের তালেই একেবারে গ্রাম্য পরিবেশে, গ্রাম্য সাজে নৃত্য পরিবেশন করেছেন মৌমিতা। তার নাচ দেখে আবারও মুগ্ধ হয়েছেন নেটনাগরিকদের একাংশ।
তিনি যে একজন দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। যারা তাকে চেনেন, ফলো করেন তারা জানবেন। তিনি প্রায়ই নিজের একাধিক নাচের ভিডিও শেয়ার করে নেন নিজের অনুরাগীদের মাঝে। নেটিজেনদের পাশাপাশি তার অনুরাগীরাও তাকে নিরাশ করেন না, তাকে ভরিয়ে দেন প্রশংসায়। এখনো পর্যন্ত মৌমিতা নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে মোট ১১৩’টি ভিডিও শেয়ার করে নিয়েছেন, যার বেশিরভাগের ভিউজ লাখে কথা বলে।
Ariana Grande has officially returned to her signature brunette look after three years of maintaining…
In a new revelation about royal protocol, biographer Andrew Morton has shared insights into Queen…
The newly released Stranger Things Season 5 poster has ignited speculation about the fate of…
Actor-singer Halle Bailey and rapper-YouTuber DDG have formally dropped the restraining orders they filed against…
Pop singer Madison Beer and NFL quarterback Justin Herbert drew attention this week with consecutive…
The entertainment community is mourning the sudden death of Jamar Champ, husband of Love &…