করোনা সংক্রমনের প্রকোপ হচ্ছে ভয়াবহ, ফের ৭ দিনের জন্য লকডাউন
গোটা ১ সপ্তাহ সমস্ত রকম অফিস আদালত বন্ধ থাকবে বাংলাদেশ
চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনা প্যানডেমিকের প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছিল বিশ্ববাসী। বছরের শুরুর দিকে বেশ কয়টি ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল এবং এখন সেই টিকাকরণের কাজ চলছে জোড়কদমে। তবে মার্চ মাসের শেষ থেকেই আবারো উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণে গ্রাফ। আবার গত বছরের মতো দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সুস্থতার সংখ্যা কমছে। এমনকি করোনা পরিস্থিতি বাংলাদেশ এতটাই ভয়াবহ হয়ে গিয়েছে যে আবার বাংলাদেশ জুড়ে লকডাউন করতে বাধ্য হয়েছে হাসিনা সরকার।
আওয়ামি লিগ জেনারেল সেক্রেটারি তথা রোড ট্রান্সপোর্ট এবং ব্রিজ দপ্তরের মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের লকডাউনের কথা জানিয়েছে। তিনি জানিয়েছেন যে গোটা বাংলাদেশ জুড়ে আগামী ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হবে। করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্য ১ সপ্তাহের লকডাউন থাকবে। তিনি বলেছেন, এই এক সপ্তাহের লকডাউনে সমস্ত অফিস-আদালত বন্ধ থাকবে। শিল্প কলকারখানাগুলিতে রোটেশন পদ্ধতিতে কাজ চলবে। কারণ পুরো ছুটি পেয়ে গেলে সবাই একসাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তার ফলে হিতে বিপরীত ঘটনা ঘটে যেতে পারে। তাই গোটা সপ্তাহ কম সংখ্যক শ্রমিক নিয়ে রোটেশন পদ্ধতিতে কাজ চলবে।
মার্চ মাসের শেষ থেকেই বাংলাদেশ করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত এক সপ্তাহের মধ্যে শুক্রবারে বাংলাদেশে করোনা সংক্রমনের হার ছিল সর্বোচ্চ। একদিনে সংক্রমণ হওয়ার হার ছিল ২৩.২৮ শতাংশ। তারমধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। তাই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করেছে।