ক্রিকেটখেলা

প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ

Advertisement

তড়িৎ ঘোষ : ইন্দোরে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশি ব্যাটসম্যান ও বোলারদের নিয়ে ছেলেখেলা করল ভারতীয় খেলোয়াড়রা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের হয়ে প্রথমবার ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করা মোমিনুল হক। যেই সিদ্ধান্ত সমালোচিত হয় ক্রিকেট বিশেষজ্ঞদের দ্বারা। বাংলাদেশ দুই পেসার ও দুই স্পিনার খেলায়, সেটাও একটি ভুল সিদ্ধান্ত কারণ শক্তিশালী ভারতীয় দলের ব্যাটসম্যানদের চার বোলারে আউট করা অত্যন্ত চাপের ব্যাপার।

শুরুতেই দুই উইকেট হারিয়ে অত্যন্ত চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ। ভারতীয় বোলারদের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৫০ রান তুলতে সক্ষম হয় সব উইকেট হারিয়ে। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন তিনটি মহম্মদ সামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব দুটি করে উইকেট নেন। ভারত এদিন অনেকগুলি ক্যাচ মিস করে যার ফায়দা বাংলাদেশি ব্যাটসম্যানরা তুলতে পারেনি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম ৪৩ এবং ক্যাপ্টেন মোমিনুল হক ৩৭

দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৮৬ রান তোলে। শুরুতেই রোহিত শর্মার উইকেট খোয়ালেও মায়াঙ্ক আগরওয়াল(৩৭) চেতেশ্বর পুজারা(৪৩) প্রতিরোধ গড়ে তোলেন এবং দুজনেই ক্রিজে অপরাজিত রয়েছেন।

Related Articles

Back to top button