ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার কোনো আইসিসি ট্রফি জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। যে কাজটা বাংলাদেশের বড়োরা অর্থাৎ জাতীয় দল এতদিন করতে পারেনি তা করে দেখালো ছোটোরা অর্থাৎ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবার কোনো বড়ো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে এবং তা অর্জন করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ।
সেমিফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে অপরদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। শুরুর থেকেই ভারতকে চাপে রেখেছিল তারা। ওপেনার যশস্বী জয়সয়ালের ৮৮ এবং তিলক ভার্মার ৩৮ রানের উপর ভিত্তি করে ১৭৭ রান তুলতে সক্ষম হয় ভারত। মাঝে বৃষ্টি আরম্ভ হলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর ওভার কমে ৪৬ হয় এবং বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭০ যেটি ২৩ বল বাকি থাকতে থাকতেই ৭ উইকেটের বিনিময়ে অর্জন করে ফেলে বাংলাদেশ।
আরও পড়ুন : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশের বোলার তানজিম ইসলাম সাকিব ফলো থ্রু তে বল সংগ্রহ করে উইকেটে মারার পরিবর্তে ভারতীয় ওপেনার দিব্যাংস সাক্সেনার প্রায় মাথায় আঘাত করে দিয়েছিলেন। এরপর সাক্সেনাকে বোলারের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় এবং অন ফিল্ড দুই আম্পায়ার ব্যাপারটির মধ্যে হস্তক্ষেপ করেন। তারা বাংলাদেশি বোলারকে সতর্ক করে ব্যাপারটি মিটিয়ে দেন।