Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলাদেশের LPG Gas সিলিন্ডারের দাম কি ভারতের থেকে কম? জানুন দুই দেশের ডিসেম্বর মাসের লেটেস্ট রেট

Updated :  Wednesday, December 13, 2023 2:17 PM

গ্যাসের দামের উত্থান পতন লেগেই থাকে গোটা বছর। সামনেই দেশের একাধিক রাজ্যে রয়েছে নির্বাচন। তাই নতুন মাসে অর্থাৎ ১ ডিসেম্বর থেকে ভারতে এলপিজি গ্যাসের দাম পরিবর্তন হয়েছে। ১ ডিসেম্বর থেকে তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১ টাকা বাড়িয়েছে। এই মাসে দেশের রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য আপনাকে ১৭৯৬.৫০ টাকা খরচ করতে হবে। এর আগে ১৬ নভেম্বর এর দাম কমিয়ে ১৭৭৫.৫০ টাকা হয়েছিল। আজ থেকে মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ১৭৪৯ টাকা, কলকাতায় ১৮৮৫.৫০ টাকা, চেন্নাইতে ১৯৬৮.৫০ টাকা। অন্যদিকে, ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করেনি। কলকাতায় ৯২৯ টাকায় পাওয়া যাচ্ছে এই গ্যাস সিলিন্ডার।

অন্যদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশেও গ্যাসের দামের হেরফের চলছে। বিশেষ করে বাংলাদেশী টাকার সাথে ডলারের তারতম্যের জন্য গ্যাসের দাম পরিবর্তন হচ্ছে। ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ডিসেম্বরের জন্য ২৩ বাংলাদেশী টাকা বাড়িয়ে ১৪০৪ বাংলাদেশী টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত এলপিজি (অটো গ্যাস) এর দাম প্রতি কেজি প্রায় ৬৪.৪৩ বাংলাদেশী টাকা নির্ধারণ করা হয়েছে, যা এক মাস আগে ছিল ৬৩.৩৬ বাংলাদেশী টাকা। তবে সরকারি কোম্পানিগুলোর সরবরাহকৃত এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন গতকাল রোববার অর্থাৎ ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান। বৈশ্বিক বাজারে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও অভ্যন্তরীণ বাজারে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম বেড়েছে এলপিজির বাংলাদেশে।