Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশ্লীল মন্তব্য করে ফেসবুকে কটাক্ষের শিকার বাংলাদেশের নোবেল

কৌশিক পোল্ল্যে: ‘নোবেল’ নামটা খুব পরিচিত মনে হচ্ছে কি? হওয়ারই কথা। জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার সবচেয়ে বড় গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ শেষ সিজনটিতে বাংলাদেশ থেকে…

Avatar

কৌশিক পোল্ল্যে: ‘নোবেল’ নামটা খুব পরিচিত মনে হচ্ছে কি? হওয়ারই কথা। জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার সবচেয়ে বড় গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ শেষ সিজনটিতে বাংলাদেশ থেকে এই প্রতিযোগী অংশগ্রহন করেছিলেন, পুরো নাম মাইনুল আহসান নোবেল। তার সুরের মূর্চ্ছনায় মাতোয়ারা হয়েছিল দুই বাংলা। প্রতিযোগিতায় নোবেল তৃতীয় স্থান অর্জন করেন সেই নিয়েই যথেষ্ট বিতর্কের ঝড় উঠেছিল।

শো এ জনপ্রিয়তা পাবার পরপরই নানান বিতর্কে ফেঁসে যান এই উঠতি বাংলাদেশী গায়ক। ভারত ও এখানকার বিভিন্ন নামিদামী ব্যক্তিত্বকে নিয়ে কটু মন্তব্যের জেরে তাকে ঘোর সমালোচনার মুখে পড়তে হয়। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, এবার এদেশের প্রধানমন্ত্রীর দিকেই আঙুল তুলে তীর্যক মন্তব্য করে বসলেন নোবেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গতকাল তার করা একটি ফেসবুক পোস্টে নিজের বদনাম নিয়ে সবর হয়ে নরেন্দ্র মোদীর চাওয়ালার প্রসঙ্গটিও টেনে আনেন এই গায়ক। বিতর্কিত এই পোস্ট হয়ে যায় ভাইরাল। ভারতীয় ইউজারদের রোষের শিকার হন নোবেল, একজন সম্মানীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্য কিছুতেই মেনে নিতে পারেননি ভারতবাসীরা। কার্যত সমস্ত ক্ষোভই উগড়ে দিয়েছেন ভারতের রিয়্যালিটি শো থেকেই নিজের বাজার তৈরি করা এই গায়কের প্রতি।

উল্লেখ্য এর আগেও বহুবার নানান বিতর্কে খবরের শীর্ষে উঠে এসেছেন নোবেল ম্যান। এক বালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে, নোবেলের নগ্নদেহের ছবি সেই সময় ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। যদিও সমস্ত অভিযোগই গায়ক অস্বীকার করেন। এরপর দেশের জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করার পক্ষে সরব হন তিনি, বর্তমান যে গান ‘আমার সোনার বাংলা’ সেটি তার অপ্রাসঙ্গিক জাতীয় সংগীত মনে হয় এই মর্মে। যদিও এই প্রস্তাব খতিয়ে দেখেননি বাংলাদেশ সরকার তবু একাংশ ভারতীয়ের মনে এই বাংলাদেশীর জন্য তীব্র শ্লেষ ও ঘৃনা রয়েই গেল।

About Author