বর্তমানে বেশিরভাগ মানুষেরই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। অনেকে নিয়মিত লেনদেন করলেও, অনেকে তাদের কতগুলি অ্যাকাউন্ট আছে তাও ভুলে যান। দীর্ঘদিন লেনদেন না করলে অসুবিধার সম্মুখীন হতে পারেন। সাধারণত এই ধরনের অ্যাকাউন্ট কে নিষ্ক্রিয় একাউন্ট হিসেবে বন্ধ করে দিয়ে থাকে যে কোন ব্যাংক। যদি আপনার এরকম কোন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট আবারও নতুন করে চালু করাটা খুব একটা সহজ কাজ নয়। এজন্য আপনাকে একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি বন্ধ হয়ে যাওয়া একাউন্ট আবারও চালু করবেন।
কতদিন লেনদেন না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকোন ব্যাংক অ্যাকাউন্টে দুই বছরের বেশি সময় ধরে লেনদেন না করলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়।
নিষ্ক্রিয় অ্যাকাউন্টের কি হবে?
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকে লেনদেন করা যাবে না।
অ্যাকাউন্টে থাকা টাকা যেমন আছে তেমনি থাকবে। ব্যাংক নিয়মিত সুদ প্রদান করবে।
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট নিয়মিত করবেন কিভাবে?
ব্যাংকে গিয়ে KYC করতে হবে।
প্যান, আধারের মতো গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে।
যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টধারককে KYC করতে হবে।
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট নিয়মিত করার জন্য কোনো চার্জ নেই।
সমাধান:
২ বছরের মধ্যে অন্তত একবার অ্যাকাউন্ট থেকে টাকা তুললে অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। অথবা অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন।