নিউজদেশ

ডিসেম্বর মাসে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, পরপর অনেকদিন টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে, রইলো RBI প্রকাশিত ছুটির লিস্ট

বছরের শেষের মাসে প্রচুর ছুটি আছে

Advertisement

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে, শনি ও রবিবারসহ ডিসেম্বর মাসে মোট ১৮ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। যদি আপনাকে ব্যাঙ্ক শাখায় কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয় এবং সেই দিন ব্যাঙ্ক বন্ধ থাকে, তাহলে আপনার ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার ইতিমধ্যেই ব্যাঙ্ক ছুটির কথা জানা উচিত। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর ২০২৩ এ কতগুলি ব্যাঙ্ক ছুটি আছে ও কোন দিন কোন রাজ্যে ছুটি আছে? জানতে দেখে নিন ডিসেম্বর মাসের ছুটির তালিকা।

1 ডিসেম্বর 2023: এই দিনে, রাজ্য উদ্বোধন দিবসের কারণে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ব্যাঙ্ক ছুটি থাকবে।

3 ডিসেম্বর 2023: এই দিন রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে৷

4 ডিসেম্বর 2023: সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উত্সবের কারণে গোয়াতে ব্যাঙ্ক ছুটি থাকবে৷

9 ডিসেম্বর 2023: দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।

10 ডিসেম্বর 2023: রবিবারের কারণে, এই দিনে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

12 ডিসেম্বর 2023: পা-টোগান নেংমিঞ্জা সাংমার কারণে মেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে।

13 ডিসেম্বর 2023: সিকিমে Losung/Namsung-এর কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।

14 ডিসেম্বর 2023: লোসুং/নামসুং-এর কারণে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে।

17 ডিসেম্বর 2023: রবিবারের কারণে এই দিনে ব্যাঙ্ক ছুটি থাকবে।

18 ডিসেম্বর 2023: মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকীর কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।

19 ডিসেম্বর 2023: গোয়া মুক্তি দিবসের কারণে গোয়াতে ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে।

23 ডিসেম্বর 2023: চতুর্থ শনিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।

24 ডিসেম্বর 2023: রবিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।

25 ডিসেম্বর 2023: ক্রিসমাসের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

26 ডিসেম্বর 2023: ক্রিসমাস উদযাপনের কারণে মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

27 ডিসেম্বর 2023: ক্রিসমাসের কারণে নাগাল্যান্ডে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

30 ডিসেম্বর 2023: U Kiang Nangbah-এর কারণে মেঘালয়ে ব্যাংক বন্ধ থাকবে।

31 ডিসেম্বর 2023: রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে৷

Related Articles

Back to top button