ইতিমধ্যে অক্টোবরে দুর্গাপুজা ও লক্ষ্মীপূজার ফলে সরকারি কর্মচারীরা ছুটিতে ছিলেন, এবার ব্যাঙ্ক কর্মচারীদের জন্য আবারো একটি সুখবর আসতে চলেছে। উৎসবের রেশের জন্য দেশজুড়ে বন্ধ থাকছে ব্যঙ্ক। জানা গিয়েছে, অক্টোবর মাসের আগামী এগারো দিনের মধ্যে ছয় দিন ছুটি থাকছে ব্যঙ্ক। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য আগে থেকেই এই বিজ্ঞপ্তি জানানো হচ্ছে।
দেশের ব্যঙ্কগুলি অক্টোবর মাসের ২০ তারিখ অর্থাৎ রবিবার বন্ধ যা আনুষ্ঠানিক ছুটির দিন। ঠিক তারপরেই অক্টোবর মাসের ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবারও বন্ধ থাকবে ব্যঙ্ক। কারন কেন্দ্রীয় সরকারের ব্যঙ্ক সংযুক্তিকরণের বিরুদ্ধে সরব হয়ে ইউনিয়নগুলি বনধ ডেকেছে।
ঠিক তারপরেই টানা চারদিনের জন্য বন্ধ থাকবে দেশের ব্যঙ্কগুলি। বিভিন্ন উৎসবের জন্য অক্টোবরের ২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একটানা ব্যঙ্ক বন্ধ থাকবে।