Bank Fraud Alert: নতুন চেক বইয়ের আবেদন করে থাকলে সাবধান! চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে

দেশে ডিজিটালাইজেশন বাড়ার পাশাপাশি সাইবার অপরাধের ঘটনাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে অনেক ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রতারণা যেমন সাইবার জালিয়াতি, চেক জালিয়াতি ইত্যাদি থেকে নিরাপদ থাকার জন্য সতর্ক করছে। দেশের বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকেও তাদের গ্রাহকদের সতর্ক করা হচ্ছে। ব্যাঙ্ক তার গ্রাহকদের চেক জালিয়াতির কথা জানিয়েছে।

চেক বইয়ের মাধ্যমে আর্থিক জালিয়াতি

বেশ কিছুদিন ধরেই ব্যাঙ্কের সামনে এমন অনেক ঘটনা ঘটেছে যখন চেক বইয়ের মাধ্যমে আর্থিক জালিয়াতির চেষ্টা চালিয়েছে। এ অবস্থায় চেক জমা দেওয়ার সময় গ্রাহকদের বিশেষ খেয়াল রাখতে হবে। সম্প্রতি চেক বই জালিয়াতি সম্পর্কিত একাধিক ঘটনা সামনে এসেছে। সংবাদ মাধ্যমে উঠে এসেছে তেমনই কিছু অভিযোগ।

সমস্যার সম্মুখীন হয়েছিলেন দুর্গাপুরের এক মহিলা

সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নতুন চেক বইয়ের আবেদন করে সমস্যার সম্মুখীন হয়েছিলেন দুর্গাপুরের এক মহিলা। রিপোর্ট অনুযায়ী, এই মহিলা নাকি নতুন চেক বইয়ের জন্য আবেদন করেছিলেন। চেক বই তিনি হাতে পাননি। অথচ চেক ব্যবহার করে মহিলার অ্যাকাউন্ট থেকে নাকি দেড় লক্ষ টাকা তোলা হয়েছে!

দেড় লক্ষ টাকা গায়েব

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট দুর্গাপুরের বাসিন্দা স্বাগতা তিওয়ারির। তিনি এটিএম কার্ড ব্যবহার করেন না। যার ফলে চেক বইয়ের ওপর ভরসা ভরসা করতে হয় তাঁকে। স্বাগতা তিওয়ারি গত ১২ অগাস্ট নতুন চেক বইয়ের জন্য আবেদন করেছিলেন। তিওয়ারি বাড়িতে রিসিভ করার মতো কেউ না থাকায় চেক বইটি আনডেলিভার হয়। এরপর স্বাগত দেবীর কাছে আসে ফোন। তখনই তাঁর মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে। তাঁর খাতা থেকে নাকি দেড় লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। নতুন চেক বই ব্যবহার করে টাকা তোলা হয়েছে বলে জানতে পারেন স্বাগতা।

পরে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, এক ব্যক্তি সেই চেক বুক ব্যবহার করে, সই নকল করে টাকা তুলছেন। অভিযুক্ত ব্যক্তির নাম কমলেশ মারান্ডি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Saikat Sarkar

Published by
Saikat Sarkar

Recent Posts

Mickey Rourke denies approving GoFundMe amid LA eviction dispute

Mickey Rourke has publicly rejected claims that he approved a GoFundMe campaign created to help…

January 6, 2026

Brookside stars reunite with Hollyoaks cast after crossover success

Two familiar faces from British soap history are set to make a dramatic return to…

January 6, 2026

Shakira stuns in sheer dress with sky-high slit as she reflects on growth

Shakira is stepping into 2026 with confidence, reflection, and unmistakable star power. The global music…

January 6, 2026

John Legend shares heartfelt family moments from New Year vacation

John Legend is reflecting on a joyful start to 2026 after sharing a series of…

January 6, 2026

Nina Dobrev turns heads with bold bikini looks during St. Barts getaway

Nina Dobrev is kicking off 2026 with confidence and style. The actress set social media…

January 6, 2026

Megan Thee Stallion Opens First Popeyes Franchise in Miami, Marks New Business Era

Megan Thee Stallion began 2026 with a major business milestone, officially opening her first Popeyes…

January 4, 2026