বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।
চলতি ফেব্রুয়ারি মাসে ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ ছিল। এরপর আসছে মার্চ মাস। মার্চ মাসেই অর্থবছরের শেষ মাস হওয়ায় কাজ বেশি থাকে। আপনার যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে অবশ্যই অবিলম্বে এখনই সেরে নিন। কারণ আগামী মার্চ মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বিভিন্ন শহরে। ২০২৩ সালের মার্চ মাসে, হোলিসহ অনেকগুলি উৎসব পালিত হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মার্চ মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। মার্চ মাসে সাপ্তাহিক ছুটি সহ মোট ১২ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। কোন দিন কোন শহরে ছুটি থাকবে, জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
মার্চ মাসে ছুটির দিনের তালিকা:
- 03 মার্চ – চাপচর কুট
- 05 মার্চ – রবিবার (সাপ্তাহিক ছুটি)
- 07 মার্চ – হোলি / হোলিকা দহন / দোল যাত্রা
- 08 মার্চ – ধুলেতি / দোল যাত্রা / হোলি / ইয়াওসাং (দ্বিতীয় দিন)
- 09 মার্চ – হোলি (পাটনা)
- 11 মার্চ – দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)
- 12 মার্চ-রবিবার (সাপ্তাহিক ছুটি)
- 19 মার্চ-রবিবার (সাপ্তাহিক ছুটি)
- 22 মার্চ- গুড়ি পারওয়া/উগাদি/বিহার দিবস/1লা নবরাত্রি/তেলেগু নববর্ষ
- 25 মার্চ- চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)
- 26 মার্চ- রবিবার, সাপ্তাহিক ছুটি
- 30 মার্চ – রাম নবমী