বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন। জানা গিয়েছে, আজ রাখি পূর্ণিমার দিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। আগামী ২১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সোজা হিসেবে বলতে গেলে, রাখি পূর্ণিমার পরের ১১ দিনের মধ্যে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশের বিভিন্ন প্রান্তে। কোন দিন কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
আজ ১১ আগস্ট বৃহস্পতিবার রাখি পূর্ণিমার দিনে এই রাখি পূর্ণিমা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে আমেদাবাদ, ভোপাল, জয়পুর এবং সিমলায়। এরপর আগামীকাল ১২ আগস্ট রাখির জন্য ব্যাংক বন্ধ থাকবে কানপুর এবং লখনৌ শহরে। তারপরের দিন ১৩ আগস্ট সপ্তাহের দ্বিতীয় শনিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ থাকবে দেশজুড়ে। এরপর ১৪ আগস্ট রবিবার হিসেবে দেশজুড়ে থাকে সাপ্তাহিক ছুটি।
তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ ১৫ ই আগস্ট সোমবার দেশের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে আগরতলা, আমেদাবাদ, আইজল, বিলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডিগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গোহাটি, হায়দ্রাবাদ, ইস্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, দিল্লি, মুম্বাই ,লখনউ, নাগপুর, রায়পুর, রাঁচি, শ্রীনগর, শিলং, শিমলা, তিরুবন্তপুরম, পাটনা ইত্যাদি শহরে। পরের দিন ১৬ আগস্ট মঙ্গলবার পার্সি নববর্ষের জন্য ব্যাংক বন্ধ থাকবে মুম্বাই, নাগপুর এবং বেলাপুরে।
১৭ আগস্ট দেশের কোথাও ব্যাংকে ছুটি থাকছে না। তারপর অবশ্য ১৮ আগস্ট জন্মাষ্টমীর জন্য ভুবনেশ্বর, দেরাদুন, কানপুর এবং লখনৌএ ব্যাংক বন্ধ থাকবে। এরপর আবার ১৯ শে আগস্ট জন্মাষ্টমীর জন্য ছুটি থাকবে আমেদাবাদ, ভোপাল, চন্ডিগড়, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, জম্বু, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা ও শ্রীনগরে। ২০ শনিবার শ্রীকৃষ্ণ অষ্টমীর জন্য শুধুমাত্র হায়দ্রাবাদে ব্যাংক বন্ধ থাকবে। তারপর ২১ আগস্ট রবিবার দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে সাপ্তাহিক ছুটির জন্য।