গুরু নানক জয়ন্তীতে ব্যাঙ্ক খোলা থাকবে না বন্ধ? জেনে নিন RBI প্রকাশিত ছুটির তালিকা
২৭ নভেম্বর সোমবার গুরু নানক জয়ন্তী পালন করা হয়
দীপাবলি, ধনতেরাসসহ গুরু নানক জয়ন্তীর মতো উৎসবের কারণে নভেম্বর মাসে ব্যাঙ্কগুলিতে অনেকগুলি ছুটি আছে। কিছুদিন আগেই কেটেছে দীপাবলির রেষ। এবার আসছে গুরু নানক জয়ন্তী বা কার্তিক পূর্ণিমা। আপনার যদি নভেম্বর মাসের শেষের দিকে যদি ব্যাঙ্কের অনেক কাজ থাকে, তাহলে আগে থাকতেই হন সাবধান। গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা উপলক্ষে সোমবার অর্থাৎ ২৭ নভেম্বর ২০২৩ তারিখে অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আপনাদের জানিয়ে রাখি, এই কার্তিকা পূর্ণিমা নভেম্বর মাসের শেষ পূর্ণিমা। এইদিন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মদিন হিসেবে পালিত হয়। ১৪৬৯ সালের এই দিনে গুরু নানক দেব জি জন্মগ্রহণ করেন। দিনটি গুরুপূরব গুরু নানক জয়ন্তীর জন্য পরিচিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দিনে অর্থাৎ ২৭ নভেম্বর দেশের অনেক রাজ্যে ব্যাঙ্কের ছুটি দিয়েছে।
ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, নতুন দিল্লি, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ইত্যাদি রাজ্যে ২৭ নভেম্বর গুরু নানক জয়ন্তীর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, সিকিম, আসাম, মণিপুর, কেরালা, গোয়া, বিহার এবং মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে না। যাদের রাজ্যে ছুটি আছে তাঁরা একটি লং উইকএন্ড পালন করতে পারবেন।