ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Rules: চেকের পিছনে কখন সই করবেন? ৯৯% মানুষ জানেন না এই নিয়ম

Advertisement

যদি আপনার চেকটি Bearer Cheque হয় তবে এর পিছনে soin করা প্রয়োজন। কারণ অনেক সময় এ ধরনের চেকে কারও নাম লেখা থাকে না।

Bearer Cheque কী?

ব্যাংকগুলো নিজেদের নিরাপদ রাখতে চেক নিয়ে আসা ব্যক্তির স্বাক্ষর নিশ্চিত করে। সেই সঙ্গে এটাও নিশ্চিত করা হয় যে চেক থেকে উত্তোলিত অর্থ চেকটি নিয়ে আসা ব্যক্তিকে যেন দেওয়া হয়। যদি চেকটি কোনও অপরিচিত ব্যক্তি দ্বারা ব্যবহার করা হয় তবে এতে ব্যাংকের কোনও হাত নেই। বেয়ারার চেক মানে এর মাধ্যমে কোনো ব্যক্তি টাকা তুলতে পারবেন, যিনি ওই চেক নিয়ে ব্যাংকে পৌঁছান। অর্থাৎ চেকে কারও নাম লেখা থাকলেও অন্য ব্যক্তি সেই চেক থেকে টাকা তুলতে পারবেন। সুতরাং কোনও কারচুপি এড়াতে সই করা অবশ্যক।

কেন প্রমাণ চাওয়া হয়?

কিছু ক্ষেত্রে বেয়ারার চেক নিয়ে আসা ব্যক্তির ঠিকানার প্রমাণ ব্যাংক থেকে চাওয়া হয়। এটি বিশেষত তখন হয় যখন চেকের পরিমাণ বড় হয়। এ অবস্থায় ব্যাংক বেয়ারার চেকটি নিয়ে আসা ব্যক্তির ঠিকানার প্রমাণপত্র নিয়ে যায়, যাতে ভবিষ্যতে কোনো জালিয়াতি দেখা দিলে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যায় বা ব্যবস্থা নেওয়া যায়।

Order Cheque কী?

অর্ডার চেকের ক্ষেত্রে, চেকের পিছনে কোনও সই প্রয়োজন হয় না। অর্ডার চেকে টাকা শুধু সেই ব্যক্তিকেই দেওয়া হয় যার নাম লেখা থাকে। এই চেকে এটাও লেখা থাকে যে এটি একটি অর্ডার চেক, বেয়ারার চেক নয়। এই চেকটি ক্যাশ করার সময় ওই ব্যক্তির ব্যাংকে উপস্থিত থাকা প্রয়োজন। এই কারণেই অর্ডার চেক স্বাক্ষর করার প্রয়োজন হয় না। তবে অর্ডার চেকে টাকা দেওয়ার আগে ব্যাংক কর্মীরা নিজেরাই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেন।

Related Articles

Back to top button