Bank Holiday: জুন মাসে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে ৯ দিন, জেনে নিন কবে কবে বন্ধ
বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। চলতি বছরের মে মাসের পর জুন মাসে ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এমনটাই সম্প্রতি জানা গেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্ষিক ক্যালেন্ডার থেকে। তবে টানা ৯ দিন নয়। মাসের মাঝে বিভিন্ন উৎসব ও ক্লোজিংয়ের কারণে ৩০ দিনের মধ্যে ৯ দিন ছুটি থাকবে।
আগামী জুন মাসে মোট ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তার মধ্যে দুই শনিবার ও ৪ রবিবার ছুটি থাকবে। এছাড়াও ফেস্টিভাল ডে হিসাবে আরও ৩ দিন বন্ধ থাকবে। দেখে নিন ৯ দিন ছুটির হিসাব:
- ৬ জুন: রবিবার
- ১২ জুন: দ্বিতীয় শনিবার
- ১৩ জুন: রবিবার
- ১৫ জুন: রাজা সংক্রান্তি (মিজোরাম আইজল ও ভুবনেশ্বর)
- ২০ জুন: রবিবার
- ২৫ জুন: গুরু হরগোবিন্দ জয়ন্তি ( শুধুমাত্র জম্মু ও শ্রীনগরে)
- ২৬ জুন: চতুর্থ শনিবার
- ২৭ জুন: রবিবার
- ৩০ জুন: রেমনা নি (আইজল)
উপরিউক্ত তালিকার মধ্যে মোট ৬ দিন দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে কারণ সেগুলি দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের ছুটি। তবে বাকি তিনটি ছুটি শুধুমাত্র কিছু রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি ব্যাংকে যান তাহলে অবশ্যই উপরিউক্ত তারিখের কথা মাথায় রাখবেন।