নিউজদেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Transaction: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এত টাকা তুললেই এবার অতিরিক্ত চার্জ দিতে হবে, জানুন বিস্তারিত

নির্দিষ্ট সীমার পর ব্যাঙ্ক থেকে নগদ টাকা তুলতে হলেও চার্জ দিতে হবে আপনাকে

Advertisement

বর্তমান যুগে ব্যাংকিং ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষের জীবন। আসলে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল লেনদেনের জন্য ব্যাংকিং ব্যবস্থা অন্যতম হয়ে উঠেছে। আর যত মানুষ এই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে ততই ব্যাংকিং ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে সতর্ক থাকুন! আয়কর আইনের অধীনে, নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা তোলার জন্য TDS (Tax Deducted at Source) কাটা হতে পারে। অপ্রয়োজনীয় TDS এড়াতে আপনাকে সতর্ক থাকতে হবে।

অনেকেই মনে করেন শুধুমাত্র এটিএম থেকে টাকা তুলতে অতিরিক্ত চার্জ লাগে। তেমনটা নয়। নির্দিষ্ট সীমার পর ব্যাঙ্ক থেকে নগদ টাকা তুলতে হলেও চার্জ দিতে হবে আপনাকে। আপনাদের জানিয়ে রাখি, আয়কর আইনের 149N ধারা অনুযায়ী যারা টানা ৩ বছর ITR ফাইল করেননি, তাদের ২০ লাখ টাকার বেশি উত্তোলন করলে TDS দিতে হবে। ITR ফাইল করা গ্রাহকরা ১ কোটি টাকা পর্যন্ত TDS-মুক্ত টাকা উত্তোলন করতে পারবেন। আর ১ কোটি টাকার বেশি উত্তোলন করলে ২% TDS কাটা হবে। ২০ লাখ টাকার বেশি উত্তোলন (ITR ফাইল না করা গ্রাহকদের জন্য) ২% TDS এবং ১ কোটি টাকার বেশি উত্তোলন করলে ৫% TDS দিতে হবে।

এছাড়া RBI ১ জানুয়ারী, ২০২২ থেকে এটিএম থেকে নগদ তোলার জন্য পরিষেবা চার্জ বাড়িয়েছে। এখন ব্যাঙ্কগুলি নির্ধারিত সীমার বেশি লেনদেনের জন্য ২১ টাকা চার্জ করছে। তবে বেশিরভাগ ব্যাঙ্ক তাদের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেনের অফার করে। এছাড়াও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনটি লেনদেন বিনামূল্যে। মেট্রো শহরগুলিতে, আপনি আপনার নিজের ব্যাঙ্ক থেকে বিনামূল্যে মাত্র তিনবার টাকা তুলতে পারবেন। এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকলে আপনি TDS এড়াতে পারবেন এবং ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে পারবেন।

Related Articles

Back to top button