Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Durga Puja Bank Holidays: টানা শুরু হল ছুটির মরশুম, দেখে নিন অষ্টমীর থেকে শুরু হয়ে কত দিন ব্যাংক থাকবে বন্ধ?

Updated :  Friday, October 11, 2024 9:26 PM

শারদ নবরাত্রি শুরু হয়ে গিয়েছে, তা বেশ অনেকদিন হয়ে গেল। বলতে গেলে চলতি সপ্তাহের অক্টোবর মাসের ৩ তারিখ অর্থাৎ শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়েছে নবরাত্রি। আমাদের বাঙ্গালীদের কাছে এই সময়টা হল দেবীপক্ষ। দুর্গাপূজায় ঠাকুর দেখা শুরু হয়ে গেলেও ষষ্ঠী তিথি পর্যন্ত কিন্তু ব্যাংকের কাজকর্ম একইভাবে চলেছে। তবে এবারে শুরু হয়েছে ব্যাংকের ছুটির পালা। দেবী দুর্গার পুজোর কারণে দীর্ঘ পাঁচ দিন ধরে শারদীয়া দুর্গোৎসব পালন হচ্ছে সারা রাজ্যে। দুর্গা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমী এই পাঁচ দিন বাঙ্গালীদের জন্য খুব স্পেশাল। একদিকে যেমন আধ্যাত্বিক উৎসব, তেমনি এর সঙ্গে জুড়ে গেছে শৈল্পিক সুষমা। ফলে সব মিলিয়ে দেবীর আরাধনার এই সময়কালটা বাঙ্গালীদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

এই উৎসব উদযাপনের ক্ষেত্রে বাংলায় ছুটি থাকাটা খুবই স্বাভাবিক। এবারে পঞ্জিকা অনুযায়ী ছুটির হিসাব টা একটু আলাদা হলেও, তাতে বাঙালির উৎসাহের কোন কমতি নেই। এবারে কিন্তু দুর্গাপুজো পাঁচ দিনে পালন হচ্ছে না। ১১ই অক্টোবর তিথি ক্ষয়ের কারণে দুর্গা অষ্টমী এবং দুর্গা নবমী একদিনে জুড়ে গিয়েছে। দুর্গা সপ্তমী অর্থাৎ ১০ তারিখ থেকে শুরু হয়েছে ব্যাংকে ছুটি। ১১ এবং ১২ই অক্টোবর একইভাবে ছুটি থাকবে। রবিবার এমনিতেই ব্যাংকের ছুটি থাকে, এই আলাদা করে কিছু বলার নেই।

তবে, এবারে কিন্তু খুব বেশি দিন ব্যাংকে ছুটি থাকলো না পুজোতে। ব্যাংকের কর্মীরা মাত্র দুটো ছুটি পেলেন এবারের পূজায়। ১০ তারিখ এবং ১১ তারিখ ছুটি ছাড়া, বাকি দুদিনের ছুটি বলতে গেলে পাওয়ার কথাই ছিল কারণ ১২ তারিখ মাসের দ্বিতীয় শনিবার এবং ১৩ তারিখ রবিবার। এছাড়াও ১৬ তারিখ লক্ষ্মী পূজার জন্য পশ্চিমবঙ্গে ব্যাংক ছুটি রয়েছে।