Bank Working Days: এখন ব্যাঙ্কগুলি সপ্তাহে মাত্র 5 দিন কাজ করবে, এই দিন থেকে নিয়ম প্রযোজ্য
গণমাধ্যমের খবর অনুযায়ী শীঘ্রই দেশের ব্যাংকগুলো তাদের নিয়মে বড় পরিবর্তন করতে চলেছে
সবকিছু ঠিকঠাক থাকলে ব্যাংক এবারে প্রতি সপ্তাহে দুদিন করে ছুটি পেয়ে যাবে। দুদিন করে সাপ্তাহিক ছুটি নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলোর সাথে চলছে আলোচনা। আগামী ২৮ জুলাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে ব্যাংকিং কর্পোরেশনের তরফ থেকে। একটি প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে শুক্রবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের সঙ্গে ভারতীয় ব্যাংকিং অ্যাসোসিয়েশনের একটা বৈঠক হওয়ার কথা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন অনেকদিন ধরে এই পাঁচদিনের ব্যাংকিং নিয়মের বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন জানিয়েছে এই বিষয়টি বিবেচনা দিন এবং এই নিয়ে বর্তমানে কাজ চলছে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এর মতে এই বিষয়টা ত্বরান্বিত করার জন্য অনুরোধ করা হয়েছে যাতে প্রতি সপ্তাহে পাঁচটি ব্যাংকিং দিন পাওয়া যায় এবং দুদিন করে ছুটি থাকে। অন্যান্য সরকারি অফিসে যেরকম ভাবে কাজের নিয়ম সেরকমভাবেই যেন ব্যাংকেও কাজের নিয়ম জারি করা হয়। তবে ব্যাংক কর্মীদের দৈনিক কাজের সময় ৪০ মিনিট বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে। এই জন্য আগামী ২৮ জুলাই বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
বর্তমানে মাসের প্রথম এবং তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকলেও এখন ব্যাংকগুলোর কর্মদিবস সপ্তাহে পাঁচ দিন করার দাবি জানানো হয়েছে। এছাড়াও কর্মচারীদের দুদিনের সাপ্তাহিক ছুটি দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া পাঁচদিনের কার্য দিবসের নিয়ম কার্যকর করেছে সম্প্রতি।