করোনা সংক্রমণ রোধ করার জন্য রাজ্যে শুরু হয়েছে লকডাউন। শুধু রাজ্যই নয়, ভারতের প্রায় সব রাজ্যতে শুরু করা হয়েছে লকডাউন। তবে কেন্দ্র ও রাজ্য উভয়ের তরফে বলা হয়েছে যে সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে।
জরুরি পরিষেবার মধ্যে ব্যাঙ্ক ও পড়ে। তাই ব্যাঙ্ক খোলা থাকবে। তবে সেক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কগুলি। সেগুলি হল- ব্যাঙ্ক সকাল ১০ টা থেকে বেলা ২ টো পর্যন্ত খোলা থাকবে। ৫ কিলোমিটারের মধ্যে একাধিক ব্রাঞ্চ থাকলেও একটিমাত্র ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। তবে শহরের ক্ষেত্রে এই নিয়ম থাকলেও গ্রামের ব্যাঙ্কগুলোতে আগের মতোই পরিষেবা চালু থাকবে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক আসোসিয়েশন ঘোষণা করেছে যে বর্তমান পরিস্থিতে শুধুমাত্র জরুরি পরিষেবা থাকবে। টাকা জমা ও তোলা, চেক জমা, ফান্ড ট্রান্সফার এবং সরকারি লেনদেন এই ৪ টি পরিষেবাই চালু থাকবে। এছাড়া আইবিআই প্রধান সুনীল মেহেতা বলেছেন যে সব এটিএম কাজ করবে এবং অনলাইনে সবরকম পরিষেবা পাওয়া যাবে। তাই খুব প্রয়োজন না থাকলে গ্রাহকদের ব্যাঙ্কে না যাওয়াই উচিত বলে তিনি মনে করেছেন। এছাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ জরুরি পরিষেবার জন্য বিশেষ ঋণ দেবার ও সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বহু মানুষ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন বলা মনে করা হচ্ছে।